যাত্রী ভর্তি বাসে আগুন লেগে ঝলসে গেলেন ১২ জন
যাত্রী ভর্তি বাসে আগুন লেগে গেল একটি সংঘর্ষে। এত দ্রুত বাসটি আগুনের গ্রাসে চলে আসে যে সেখান থেকে বার হওয়ার পর্যন্ত সুযোগ পাননি অনেক যাত্রী।
বেশ দ্রুত গতিতেই ছুটে আসছিল বাসটি। রাস্তার উল্টোদিক থেকে আসছিল একটি ট্রলি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রলিতে গিয়ে ধাক্কা মারে। এমন সংঘর্ষের ঘটনা কখনওই কাঙ্ক্ষিত না হলেও বাস্তবে এমন ঘটনা অনেক সময় ঘটে।
২টি গাড়ির সংঘর্ষ হয়। তাতে ২টি গাড়ির ক্ষতি হয়। কয়েক জনের মৃত্যুও হয়। কিন্তু বুধবার রাজস্থানের বারমেরে যোধপুর জাতীয় সড়কের ওপর যা ঘটল তা সচরাচর দেখা যায়না।
বাসটি ট্রলিতে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। বাসে তখন ৫২ জন যাত্রী ছিলেন।
আগুন এত দ্রুত লাগে এবং বাসটিকে গ্রাস করে যে যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই তাঁরা চারধার থেকে আগুনের ঘেরাটোপে এসে পড়েন।
রাস্তার ওপর দাউদাউ করে জ্বলতে থাকা বাসটি থেকে বার হতে না পেরে ১২ জন যাত্রীর ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয়। বাসের চালক ও সহকারী মিলিয়ে মোট ৪০ জন এই ঘটনায় গুরুতর আহত হন। এঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশর অনুমান কয়েকজনের যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দোষ ট্রলিটির ছিল। সেটি ভুল রুটে আসছিল।
ফলে সেটি বাসের মুখোমুখি হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে দমকল এনে বাসটির আগুন নেভানো হয়। যদিও তার আগে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা