বিরাট কোহলির মেয়েকে নোংরা হুমকি দেওয়ায় গ্রেফতার যুবক
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ছোট্ট মেয়েকে নোংরা হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রথমে মনে করা হয়েছিল হুমকি এসেছে পাকিস্তান থেকে।
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতকে। দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। গোটা দেশ এই হারে মর্মাহত। অনেকে ভারতীয় ক্রিকেট দলের প্রতি নানা অভিযোগ ও ক্ষোভ খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন। কিন্তু কেউ যে এই হারের জন্য বিরাট কোহলির ছোট্ট মেয়েকে এমন নোংরা হুমকি দিতে পারে তা বোধহয় বিশ্বাস করা কঠিন। তাও আবার ভারতে বসে!
বিরাট কোহলির মেয়েকে বলপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করবে বলে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেয় একজন। যা হৈচৈ ফেলে দেয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করেছিল হুমকি হয়তো পাকিস্তান থেকে এসেছে। কিন্তু তদন্ত শুরু করে তারা তাজ্জব হয়ে যায়।
ভারতের হায়দরাবাদ থেকে এই হুমকি এসেছে বলে জানতে পারে পুলিশ। এও জানতে পারে এটা ২৩ বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মীর কাজ। পুলিশ তাকে খুঁজে বার করে। বুধবার তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করার আগে ওই যুবক একটি অনলাইন খাবারের সংস্থায় কাজ করত। তাকে হায়দরাবাদ থেকে মুম্বই নিয়ে আসা হয়েছে। পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
কেন সে এমন নোংরা পোস্ট করল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতের নাম রামনগেশ আকুবাথিনি। সে এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন ধরনের পোস্ট করেছে কিনা তাও খোঁজ নিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা