২ জনেরই বয়স সাড়ে ৫ বছর। একজনের নাম হর্ষিতা, অন্যজনের নাম হর্ষা। এবছরই তারা সেন্ট্রাল স্কুলে ভর্তি হয়েছে। গরমের ছুটিতে মায়ের সঙ্গে এসেছিল গুরুগ্রাম থেকে ১৬ কিলোমিটার দূরে জামালপুর গ্রামে। মামার বাড়ি বেড়াতে। বাবা গোবিন্দ কুমার সেনা জওয়ান। কর্মরত মেরঠে। দুই মেয়ের স্কুল ছুটি, স্বামীও কর্মসূত্রে বাইরে, তাই মা কীর্তি তাঁর ২ বছরের ছেলে ও যমজ মেয়েকে নিয়ে বাপের বাড়ি ঘুরতে আসেন। পুলিশ জানিয়েছে, সেখানেই গত মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ মামার বাড়ির সামনে খেলছিল যমজ বোন। সেসময়ে খেতজমির পাশে দাঁড়িয়ে থাকা ধূলিধূসরিত একটি পরিত্যক্ত গাড়িতে ঢুকে পড়ে দুই বোন। আর তখনই হয়তো বন্ধ হয়ে যায় গাড়ির দরজা। ফলে সেখান থেকে বেরিয়ে ওঠা সম্ভব হয়নি তাদের। এদিকে দুজনকে অনেক্ষণ দেখতে না পেয়ে পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে খোঁজ শুরু করেন। সওয়া ৬টা নাগাদ তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় এক বোন সামনের ও এক বোন পিছনের সিটে শুয়েছিল। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। দুই শিশুর এই মর্মান্তিক মৃত্যু শুধু তাদের বাড়িতেই শোকের ছায়া নামিয়ে আনেনি, গোটা গ্রামই এই ঘটনার পর থেকে শোকাচ্ছন্ন।