মাস্কই কাল হল, খামোখা রক্তাক্ত হলেন এক মহিলা
মাস্কে ঢাকা ছিল মুখ। সেটাই তাঁর জীবনে কাল হয়ে এল। এমনটা ভাবার কারণ নেই যে মাস্কে দমবন্ধ হয় তাঁর। ওই মহিলা রক্তাক্ত হলেন একদম অন্যভাবে ও ভাগ্যের ফেরে।
মাস্ক মানুষের জীবন বাঁচাচ্ছে। করোনা থেকে বাঁচতে মাস্ক ছাড়া গতি নেই। সারা বিশ্বের সব প্রান্তের মানুষকেই মাস্ক পরতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক, বিশেষজ্ঞ, গবেষকেরা।
অনেকে পরছেন। আবার অনেকে মাস্ক পরার পরামর্শকে অবজ্ঞা করছেন। কিন্তু এই মাস্কের জেরে এক মহিলার প্রাণ যাওয়ার অবস্থা তৈরি হল। অবশ্য তাঁর প্রাণসংশয় মাস্কের কারণে নয়।
এমনটা ভাবার কোনও কারণ নেই যে তা থেকে শারীরিক কোনও সমস্যা হয়েছে ওই মহিলার। বরং তিনি সঠিক কাজই করেছিলেন।
মুখে মাস্ক দিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। কিন্তু মাস্ক তাঁর মুখটা অনেকটাই ঢেকে দিয়েছিল। ফলে তাঁকে চেনা কঠিন হয়। আর সেখানেই ঘটে যায় বিপত্তি।
ওই মহিলা একটি কোঅপারেটিভ ব্যাঙ্কের কর্মী। তিনি সোমবার ব্যাঙ্কের একটি চেয়ারে বসেছিলেন। ঠিক সেই সময় বিজু নামে এক ব্যক্তি ব্যাঙ্কে ঢুকে সময় নষ্ট না করে দ্রুত ওই মহিলার সামনে হাজির হয়।
তারপর পকেট থেকে ছুটি বার করে মহিলার গলায় কোপ বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা। পরে পুলিশ বিজুকে গ্রেফতার করে।
বিজু পুলিশকে জানিয়েছে, আসলে ওই মহিলার সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। ভুল করে তাঁকে হত্যার চেষ্টা করেছে সে। মুখে মাস্ক থাকায় চিনতে ভুল হয় তার।
বিজু মনে করেছিল ওই মহিলা তার প্রাক্তন স্ত্রী। যিনি ওই ব্যাঙ্কেরই কর্মী। তাঁকে মারতে এসে ওই মহিলার গলায় কোপ বসিয়ে ফেলেছে বিজু। ঘটনাটি ঘটেছে কেরালার কোঝিকোড়ে। আহত মহিলার চিকিৎসা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা