স্বস্তি বাড়িয়ে দেশে একদিনে সংক্রমণ ২৮৭ দিনে সর্বনিম্ন
২৮৭ দিনে সর্বনিম্ন সংক্রমণ রেকর্ড হল গত একদিনে। যা অবশ্যই দেশবাসীকে স্বস্তি দিয়েছে। মৃত্যুর নিরিখে অবশ্য কেরালা ফের একদিনের ফারাকে পৌঁছেছে ১০০-র ওপর।
এখন দেশে করোনা খতিয়ানে প্রতিদিনই কিছু না কিছু স্বস্তির খবর নজর কাড়ছে। গত একদিনে যেমন দেশে নতুন করে করোনা সংক্রমণ নেমেছে ৮ হাজার ৮৬৫ জনে। যা গত ২৮৭ দিনে সর্বনিম্ন।
দীর্ঘদিন পর ফের ১০ হাজারের নিচে নামল দেশে একদিনে সংক্রমণ। এরমধ্যে কেরালাতেই এদিন সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫৪৭ জন। পশ্চিমবঙ্গে সংক্রমিত হয়েছেন ৭৮২ জন।
করোনা ছড়ানোর পর থেকে যে রাজ্য সংক্রমণে নজর কেড়েছে দিনের পর দিন সেই মহারাষ্ট্রে গত একদিনে সংক্রমণ ধরা পড়েছে পশ্চিমবঙ্গের চেয়ে কম। মহারাষ্ট্রে গত একদিনে সংক্রমিত হয়েছেন ৬৮৬ জন।
দেশে করোনায় মৃতের সংখ্যা এদিন ২০০-র নিচেই থেকেছে। মোট ১৯৭ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। যার মধ্যে শুধু কেরালাতেই মৃত্যু হয়েছে ১২৭ জনের। পশ্চিমবঙ্গে গত একদিনে মৃত্যু কিছুটা কমে ৫ জন হয়েছে। মহারাষ্ট্রে এই সংখ্যা ১৯। তামিলনাড়ুতে ১২ জনের মৃত্যু হয়েছে।
দেশে এখন কেরালা বাদ দিলে অন্য প্রায় সব রাজ্যেই করোনা গ্রাফ নিম্নমুখী। যা অবশ্যই স্বস্তির বার্তা বয়ে এনেছে। তবে ইউরোপ জুড়ে যেভাবে করোনা হুহু করে ফের বাড়ছে তাতে চিন্তামুক্ত হওয়ার মত সময় আসেনি। বরং দেশবাসীকে করোনাবিধি সঠিকভাবে মেনে চলারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।
সতর্ক করে তাঁরা এও জানিয়েছেন অসতর্কতা কিন্তু যে কোনও সময় করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতি তৈরি করে দিতে পারে। — ভারত সরকারের দৈনিক আপডেটের সাহায্য নিয়ে লেখা