পাত্রীর চরম আকাল, বিয়ে করতে অন্য রাজ্যে ছুটছেন পাত্রেরা
মহাসমস্যায় পড়া গেছে। চরম আকাল হয়েছে পাত্রীর। অনেক চেষ্টা করেও পাত্রী পাওয়া যাচ্ছেনা। বিয়ে করতে তাই বিবাহযোগ্য পুরুষরা ছুটছেন অন্য রাজ্যে।
পাত্রীর জন্য হন্যে হয়ে ঘুরেও কাজ হচ্ছেনা। বিবাহযোগ্য কন্যা নেই। ঘটক থেকে শুরু করে আত্মীয় পরিজন, সকলে তন্ন তন্ন করে খুঁজেও পাত্রী খুঁজে পাচ্ছেন না। অগত্যা হাল ছেড়ে অন্য রাজ্যে পাত্রীর জন্য পাড়ি দিচ্ছেন বিবাহযোগ্য ছেলেরা।
এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে তামিলনাড়ুর ব্রাহ্মণের মধ্যে। তামিলনাড়ুর ব্রাহ্মণ যুবকরা তাই অনেক চেষ্টা করেও রাজ্যে পাত্রী না পেয়ে এখন পাত্রী খুঁজতে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন। সেখানে পাত্রী পেলে বিয়ে করছেন তাঁরা। কিন্তু নিজের রাজ্যে কিছুতেই পাওয়া যাচ্ছেনা পাত্রী।
পরিস্থিতি এতটাই ভয়ংকর যে থামিজনাড়ু ব্রাহ্মণ অ্যাসোসিয়েশন তাঁদের বর্ণের ৪০ হাজার পাত্রের জন্য পাত্রী চেয়ে রীতিমত পথে নেমেছে। সংগঠনের তরফে খোলাখুলি জানানো হয়েছে, পাত্রীর এই আকালের ফলে ব্রাহ্মণ পাত্রদের বিয়ে দিতে আপাতত তাঁরা ভরসা করছেন উত্তরপ্রদেশ ও বিহারের ব্রাহ্মণ পাত্রীদের।
সংগঠনের তরফে এও জানানো হয়েছে যে ৩০ থেকে ৪০ বছর বয়স্ক এমন প্রায় ৪০ হাজার অবিবাহিত ব্রাহ্মণ রয়েছেন যাঁদের পাত্রী পাওয়া যাচ্ছেনা। এদিকে তাঁদের বিয়ের বয়স অতিক্রান্ত হওয়ার জোগাড়। ফলে বাধ্য হয়েই পাত্রীর খোঁজে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন তাঁরা।
কেন এমন অবস্থা? সংগঠনের তরফে জানানো হয়েছে এজন্য দায়ী তামিলনাড়ুতে পুরুষ ও মহিলার মধ্যে অনুপাতে অসামঞ্জস্য। প্রতি ১০ জন তরুণে ৬ জন তরুণী, এই অনুপাত তৈরি হয়েছে তামিলনাড়ুতে। পুরুষদের তুলনায় মহিলার সংখ্যা অনেকটা কম হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা