দ্বিতীয় ডোজ নেওয়ার পরই মৃত্যু মহিলার, পরিবারের অন্য অভিযোগ
টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরই মৃত্যু হল এক মহিলার। যা নিয়ে হুলস্থূল হয়ে গেল হাসপাতালে। যদিও মৃত্যুর পিছনে অন্য কারণ দেখছে পরিবার।
তাঁর মেয়ের বিয়ে সামনেই। তার আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে হাজির হন এক মহিলা। তাঁকে টিকা প্রদানও করা হয়। টিকা গ্রহণের পর ওই মহিলা হাসপাতাল থেকে বেরিয়েও আসেন।
ভাদুয়া গ্রামের বাসিন্দা ওই মহিলা বাড়ি ফেরার পথে রাস্তায় অসুস্থ বোধ করতে শুরু করেন। একসময় লুটিয়ে পড়েন রাস্তায়। তাঁকে দ্রুত পরিবারের লোকজন নিয়ে ছোটেন ওই হাসপাতালে, যেখান থেকে তিনি টিকা নিয়ে ফিরছিলেন। সেখানে নিয়ে যাওয়ার পর তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদের সদর হাসপাতালে। রিঙ্কুদেবী নামে ওই মহিলার মৃত্যুর পর হাসপাতালে চড়াও হন ক্ষুব্ধ আত্মীয় স্বজন। সেখানে হাসপাতালে ভাঙচুর চালান তাঁরা। তাঁদের হাতে নিগৃহীত হন হাসপাতালের কয়েকজন কর্মী ও ২ চিকিৎসক।
কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে অন্য রাস্তা দিয়ে হাসপাতাল থেকে পালান ২ চিকিৎসক। পরে প্রায় ১০০ জনের ওপর পুলিশ হাজির হয়ে পরিস্থিতি সামাল দেয়।
পরিবারের তরফে অবশ্য করোনা প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজের কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছেনা। তাঁরা আঙুল তুলছেন চিকিৎসকদের দিকে।
মৃতার পরিবারের দাবি, টিকার বদলে ওই মহিলাকে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তার জেরেই এই মৃত্যু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। যা হাতে পেলে তাঁরা নিশ্চিত হতে পারবেন মৃত্যুর আসল কারণ সম্বন্ধে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা