সকলকে লুকিয়ে সিংহের ডেরায় ঢুকলেন যুবক
হিংস্র পশুর জন্য নির্দিষ্ট জায়গায় ঢুকে পড়লেন সাধারণ দর্শক। সিংহের ডেরায় ঢুকে পড়েন এক যুবক। যা নিয়ে হুলস্থূল বেঁধে যায়।
করোনার কারণে বহুদিন বন্ধ থাকার পর আবার খুলেছে চিড়িয়াখানা। কোভিডবিধি মেনে স্যানিটাইজার নিয়ে, মাস্ক পরে পশুপাখি দেখতে বড়দের হাত ধরে ভিড় জমাচ্ছে কচিকাঁচারা।
রোজকার মত গত মঙ্গলবার সকালেও সঠিক সময়েই খুলে যায় চিড়িয়াখানার দরজা। প্রচুর লোক এসেছিলেন এদিন। ভিড় সামলাতে কার্যত নাজেহাল হন চিড়িয়াখানার কর্মীরা। সব কিছু ঠিকঠাকই চলছিল। বিপত্তি বাঁধে দুপুরে।
হঠাৎই সিংহের জন্য জাল দিয়ে ঘেরা খোলা জায়গার সামনে প্রবল শোরগোল পরে যায়। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ছুটে আসেন চিরিয়াখানার কর্মীরা। এসে যে দৃশ্য দেখেন তাতে তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়।
সিংহের জন্য খোলা জায়গার চারধারে যে পরিখা ঘেরা স্থান রয়েছে তার খুবই কাছে চলে আসেন এক ব্যক্তি। একটি বোল্ডারের উপর তিনি চড়ে বসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই লাফ দিয়ে সাধারণের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন ওই যুবক। আর একটু এগোলেই সিংহের একদম নাগালের মধ্যে পৌঁছে যেতেন তিনি।
ঘটনা দেখে চিড়িয়াখানায় আসা দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। যুবককে ফিরে আসতে বলে অনেকেই চিৎকার করতে থাকেন। নিচে সিংহ দাঁড়িয়ে। আর তার খুব কাছেই পাথরের ওপর বসে আছেন ওই ব্যক্তি।
যে কোনও সময় সিংহের নাগালে চলে আসার পরিস্থিতি তৈরি হতেই পারে। মুখেচোখে প্রবল আতঙ্ক নিয়ে সকলে যুবকের দিকে তাকিয়ে থাকেন।
খবর পেয়ে হাজির হন চিড়িয়াখানার কর্মীরা। তাঁদের তৎপরতায় বেশকিছুটা সময় সিংহের কাছাকাছি কাটিয়ে ওই যুবক ফিরে আসেন। স্বস্তি পান সকলে।
চিড়িয়াখানার কিউরেটর জানিয়েছেন দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। কর্মীদের তৎপরতায় এ যাত্রায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেল বলে মনে করছেন তিনি।
সাই কুমার নামে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চিড়িয়াখানার নিরাপত্তা এড়িয়ে কিভাবে তিনি নিষিদ্ধ অঞ্চলে ঢুকে পড়লেন তাও খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা