টিকায় উৎসাহ বাড়াতে মদের দামে ছাড়
এমনও একটি জায়গা রয়েছে যেখানে টিকা নিতে উৎসাহ বাড়াতে প্রশাসন এক অভিনব উদ্যোগ নিল। মদের দামে ছাড় দেওয়ার কথা ঘোষণা হয়েছে সেখানে।
মানুষকে টিকা গ্রহণে উৎসাহ দিতে ভারতের বিভিন্ন কোণায় ইতিমধ্যেই নানা ধরনের প্রশাসনিক উদ্যোগ নজর কেড়েছে। তবে এবার যে উদ্যোগ দেখা গেল তা রীতিমত দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছে।
ভারতেরই একটি অংশের মানুষকে টিকাগ্রহণে উৎসাহ দিতে এবার মদের দামে ছাড়ের ঘোষণা করেছে সেখানকার প্রশাসন। বলা হয়েছে যদি কারও টিকার ২টি ডোজ সম্পূর্ণ করা থাকে তাহলে তাঁকে মদের দামের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। যদি তিনি মদ কিনতে যান তাহলে লাইসেন্স প্রাপ্ত দোকান তাঁকে ১০ শতাংশ কম দামে তাঁর পছন্দের মদ বিক্রি করবে।
এভাবে আদপে মানুষকে করোনার প্রতিষেধকের ২টি ডোজ সম্পূর্ণ করায় উৎসাহ দেওয়া হচ্ছে। এতে যাঁরা ২টি ডোজ নিতে গড়িমসি করছেন তাঁরা এবার মদের দামে ছাড় পাওয়ার আশায় দ্রুত ২টি ডোজ সম্পূর্ণ করার চেষ্টা করবেন বলে মনে করছে প্রশাসন।
মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় এই উদ্যোগ নিয়েছে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই ঘোষণায় সেখানকার সুরাপ্রেমী মানুষজন খুশি হলেও খুশি হতে পারেননি বিজেপি বিধায়ক যশপাল সিং সিসোদিয়া।
করোনার প্রতিষেধকের ২টি ডোজ সম্পূর্ণ করার সার্টিফিকেট দেখাতে পারলে মদের দামে ১০ শতাংশ ছাড় জেলায় মদের প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়াবে বলে মনে করছেন সিসোদিয়া। যা সঠিক নয় বলে জানান তিনি।
প্রসঙ্গত মধ্যপ্রদেশে কিন্তু বিজেপির শাসন রয়েছে। সেখানে প্রশাসনিক সিদ্ধান্তে বিজেপি বিধায়কের খোলাখুলি বিরোধিতা কিন্তু বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা