চুল কাটতে না চাওয়ার কারণে খুন
সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার নজির ফের সামনে এল। সামান্য চুল কাটাকে কেন্দ্র করে প্রাণ হারাতে হল এক সেলুন কর্মীকে।
দিন দিন সমাজে পাল্লা দিয়ে বাড়ছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জীবনহানির মত ঘটনা। এ রকমই একটি তাজ্জব করা ঘটনায় চোখ কপালে উঠেছে দেশবাসীর। অতিসামান্য বিষয়কে কেন্দ্র করে প্রাণ হারালেন এক সেলুনের কর্মী।
ঘটনাটি গত বুধবারের। চুল কাটাকে কেন্দ্র করে বচসার জেরে এই হত্যার ঘটনাটি ঘটে। খুন হন একটি সেলুনের কর্মী ইরফান। আহত হয়েছেন তাঁর ভাই ইমরান। ঘটনায় অভিযুক্ত সমীরের ওই সেলুনের নিয়মিত যাতায়াত ছিল।
পুলিশ জানিয়েছে অভিযুক্ত সমীর ইরফানের কাছে চুল কাটাত। ঘটনার দিনও সমীর চুল কাটতে আসে ইরফানের কাছে। তবে ইরফান সমীরের চুল কাটতে চাননি।
ইরফানের সমীরের কাছে কিছু টাকা বাকি ছিল। সেই টাকা তিনি সমীরকে মেটাতে বলেন। এই নিয়ে বচসা বাঁধে ২ জনের মধ্যে।
পুলিশ জানিয়েছে, বচসা চরমে পৌঁছলে সমীর ইরফান ও ইমরানকে গুলি করে। ঘটনায় ব্যবহার হওয়া পিস্তলটি সমীরের। সেটির লাইসেন্সও রয়েছে।
ইরফান ঘটনাস্থলেই মারা যান। ইমরানের পায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইমরানের চিকিৎসা চলছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের আগৌতায়। পুলিশ ঘটনায় অভিযুক্ত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। অপর ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানুষের জীবনহানির এই ঘটনা সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা বৃদ্ধির নজিরকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা