National

শনিবার থেকে দুর্গম এলাকায় টিকা পৌঁছবে ভারতের ড্রোন

ভারতের তৈরি ড্রোন এবার গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হতে চলেছে। দুর্গম এলাকায় করোনা প্রতিষেধক টিকা পৌঁছে দেবে এই ড্রোন। যা অবশ্যই সেখানকার মানুষের উপকারে লাগবে।

ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে করোনা প্রতিষেধক টিকা পৌঁছনোই একটা চ্যালেঞ্জ। কারণ সে জায়গার অবস্থান।

এদিকে সেখানে মানুষের বসবাস রয়েছে। ফলে সেখানে করোনা প্রতিষেধক টিকাকরণও জরুরি। কিন্তু সেই টিকাকরণের জন্য সেখানে টিকা পৌঁছনোর প্রয়োজন রয়েছে। পাহাড় পর্বত ডিঙিয়ে সেখানে টিকা নিয়ে পৌঁছনোই একটা বড় চিন্তা।


সেই চিন্তা এবার দূর করতে ভারত সরকার একটি পাইলট প্রকল্প গ্রহণ করল। শনিবার থেকে এই প্রকল্প চালু হচ্ছে। আপাতত কাশ্মীরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় টিকা পৌঁছনো দিয়ে কাজ শুরু হচ্ছে।

যে ড্রোন এই টিকা পৌঁছে দেবে তা তৈরি হয়েছে ভারতেই। ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিতে এই ড্রোন তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে অক্টাকপ্টার।


আপাতত এটি টিকা পৌঁছে দেওয়ার কাজ করবে। ড্রোনটি মাটি থেকে ৫০০ মিটার উপর পর্যন্ত উড়তে পারে। ঘণ্টায় তার সর্বোচ্চ গতি ৩৬ কিলোমিটার।

কাশ্মীরের পাহাড়ি দুর্গম এলাকা বা পাহাড় ঘেরা উপত্যকায় টিকা পৌঁছে দেওয়া দিয়ে কাজ শুরু করবে এটি। আগামী দিনে এটি সফলভাবে কাজ করতে শুরু করলে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় এই ড্রোন দিয়েই প্রয়োজনে পাঠানো হবে ওষুধ, খাবার।

সত্যিই যদি দুর্গম এলাকায় ড্রোন দিয়ে করোনা প্রতিষেধক টিকা পৌঁছনো শুরু করা যায় তাহলে দেশে করোনা প্রতিষেধক টিকাকরণ আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে। এমনকি এসব ছাড়াও এই দেশে তৈরি ড্রোন দিয়ে চাষ জমিতে কীটনাশক ছড়ানো, ফসলের ওপর নজরদারির মত কাজও করানোর কথা ভাবা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button