ভয়ে জেব্রাদের এলোপাথাড়ি ছুট, আঘাত পেয়ে মৃত ১
বেশ ছিল ৩টি জেব্রা। আচমকাই তারা চিড়িয়াখানায় খাঁচার মধ্যে প্রবল গতিতে ছুটতে শুরু করে। তাতেই গুরুতর আঘাত পায় ১টি জেব্রা। মৃত্যু হয় তার।
তাদের নিয়ে আসা হয়েছিল ইজরায়েল থেকে। ৩টি জেব্রা আনা হয়েছিল। তারপর তাদের এনে রাখা হয়েছিল একটি খাঁচায়। আলাদা খাঁচায় তাদের রাখা হয়েছিল। এই সময় তাদের কোয়ারেন্টিন করা হয়েছিল সেখানে। খাবারদাবার পর্যাপ্ত দেওয়াও হচ্ছিল। কিন্তু এখনও সাধারণের দেখার জন্য তাদের সামনে আনা হয়নি।
১৫ দিন পার হলে তাদের সাধারণ মানুষের দেখার জন্য সামনে আনার কথা ছিল। তার আগে গত শনিবার আচমকাই আতঙ্কে ৩টি জেব্রা খাঁচার মধ্যে এলোপাথাড়ি ছোটাছুটি শুরু করে। ফলে তারা খাঁচায় ধাক্কা খেতে থাকে।
যখন তাদের এই আতঙ্কের ছুট বন্ধ হয় তখন একটি জেব্রাকে আহত অবস্থায় পাওয়া যায়। মৃত্যু হয় তার। মাথায় প্রবল আঘাতের চিহ্ন ছিল। আঘাতের চিহ্ন ছিল শরীরেও। তার মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বাকি ২টি জেব্রা অবশ্য ভাল আছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া হচ্ছে। আলাদা খাঁচায় তাদের রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে লখনউ চিড়িয়াখানায়।
জেব্রা বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, জেব্রাদের এই স্বভাব আছে। বিশেষত তাদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন এলে তারা মাঝেমধ্যে আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।
সেই ঘটনাই ঘটেছে বলে মনে করা হচ্ছে। তাতেই খাঁচায় আঘাত পায় মৃত জেব্রাটি। লখনউ চিড়িয়াখানা তার শতবর্ষ উদযাপন করছে। তার মধ্যেই এমন ঘটনা আনন্দের আবহে তাল কেটেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা