পায়ের পর এবার হাত নিয়ে হাজির গোলাপি শহর
বিশ্বজোড়া সুনাম রয়েছে তাদের। অবশ্যই তা তাদের পায়ের জন্য। এবার তারা পায়েই আটকে রইল না। এবার গোলাপি শহর হাজির হাত নিয়ে।

বিশ্বের তাবড় দেশে এখন জয়পুর ফুটের কদর। বিশ্ব তাদের এই জয়পুর ফুটকে মান্যতা দিয়েছে। অনেক দেশে তা বিক্রিও হচ্ছে। পা কেটে বাদ দিতে হওয়া মানুষকে হেঁটে চলে বেড়ানোর নতুন জীবন উপহার দেয় এই জয়পুর ফুট। যা একটি কৃত্রিম পা।
পা না থাকা মানুষের নতুন পা হয়ে সামনে এসেছে এই জয়পুর ফুট। সেই কৃত্রিম পায়ের জন্য বিশ্বজোড়া নাম থাকা ভারতের গোলাপি শহরে এবার পায়ের পর তৈরি হচ্ছে হাতও।
একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র মিলে এই হাত তৈরি করেছেন। একটি স্টার্টআপ তৈরি করে তাঁরা হাত তৈরি করছেন। তাঁদের তৈরি প্রস্থেটিক হ্যান্ড আগামী দিনে হাতের অভাব পুষিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
অনেক মানুষ নানা কারণে তাঁদের হাত হারান। কেউ ১টা, কেউ ২টি হাতই হারান। হাত না থাকার কষ্ট যাঁর নেই তিনিই বোঝেন। জীবনে বেঁচে থাকার ইচ্ছাও অনেক সময় নষ্ট হয়ে যায়।
কিন্তু এই কৃত্রিম হাত তাঁদের একদম নতুন হাত উপহার দেবে। যা নিয়ে তাঁরা ফের নতুন করে বাঁচার উৎসাহ পাবেন। উপভোগ করতে পারবেন জীবনটাকে।
প্রস্থেটিক হ্যান্ড বা এই কৃত্রিম হাত এখন চিন থেকে আনানো হয়। যার দাম পড়ে প্রায় ১ লক্ষ টাকা। একটি হাত যদি কারও দরকার পড়ে তাঁকে এই ১ লক্ষ টাকা ব্যয় করতে হয়। যা অনেকের জন্যই বড় আর্থিক ধাক্কার কারণ হয়।
বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্ররা এবার সেই প্রস্থেটিক হ্যান্ড জয়পুরেই বানিয়ে ফেলছেন। এতে তা একদিকে যেমন ভারতেই তৈরি হচ্ছে, তেমনই তার দামও অনেকটা সাধ্যের মধ্যে এনে ফেলা গেছে।
চিন থাকা আনা প্রস্থেটিক হ্যান্ডের দাম যেখানে ১ লক্ষ টাকা পড়ছে, সেখানে জয়পুরের এই নতুন কৃত্রিম হাতের দাম পড়বে ১৫ হাজার টাকার মত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা