রাস্তার ধারে হেলায় পড়েছিল টিফিন বক্স বোমা, অল্পের জন্য রক্ষা
রাস্তার ধারে এমনভাবেই টিফিন বক্স বোমাটিকে ফেলে যাওয়া হয়েছিল যাতে কারও সন্দেহই না হয়। তবে তা শেষ মুহুর্তে উদ্ধার হওয়ায় অল্পের জন্য বড়সড় নাশকতা থেকে রেহাই মিলল।
রাস্তাটি দিয়ে যান চলাচল চলছে সারাক্ষণ। সেই রাস্তার ধারেই পড়েছিল একটি বস্তা। এমন তো কত কিছুই পড়ে থাকে। রাস্তার ধারে পড়ে থাকা নোংরা বস্তাকে দেখেও কেউ দেখেননা। কিন্তু ভারত পাক সীমান্তে কোনও কিছুই অবহেলার নয়।
নানাভাবে চলছে নাশকতার চেষ্টা। ভারতে নানাভাবে সন্ত্রাস ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। তাই টহলরত পুলিশ ওই বস্তাটি দেখে সন্দেহ হওয়ায় তা খুলে দেখার চেষ্টা করে।
বস্তা খুলতে তার ভিতরে মেলে একটি টিফিন বক্স ও ৪টি হ্যান্ড গ্রেনেড। হ্যান্ড গ্রেনেড দেখেই পরিস্কার হয়ে যায় এখানে নাশকতার ছক করা হয়েছিল।
টিফিন বক্সটি যে আসলে একটি বোমা তা বুঝতে সময় লাগেনি পুলিশের। দ্রুত বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়। তাঁরা এসে টিফিন বক্স বোমাটি নিষ্ক্রিয় করে দেয়। ফলে একটা বড়সড় ঘটনার হাত থেকে এ যাত্রায় রক্ষা মেলে।
ঘটনাটি ঘটেছে পঞ্জাবের গুরদাসপুর জেলার সালেমপুর আরাইয়ান গ্রামে। গ্রামটি ভারত পাক সীমান্তে অবস্থিত। ফলে এখানে পাক সীমান্ত পার করে এসে লুকিয়ে নাশকতার ছক কষা অবাক হওয়ার মত কিছু নয়।
ভারত পাক সীমান্ত হওয়ায় এখানে পঞ্জাব পুলিশের টহলদারিও বেশি। এই অঞ্চল সহ ভারত পাক সীমান্তে সকাল তো বটেই রাতেও টানা চলছে টহলদারি। প্রসঙ্গত রাতের অন্ধকারে কুয়াশাকে ঢাল করে শীতের সময় পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা চালায় জঙ্গিরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা