National

ঈশ্বরই ভরসা, তাতেই হাজার হাজার গাছ বাঁচাচ্ছেন ২ প্রান্তে ২ মানুষ

ভারতে অনেক জায়গায় নির্বিচারে গাছ কাটা হয়। সেই গাছ কাটা থেকে মানুষকে বিরত রাখতে দেশের ২ প্রান্তের ২ মানুষ একই পথে হাঁটলেন। ভরসা তাঁদের ঈশ্বর।

এ দেশে গাছ কেটে ফেলা নতুন কিছু নয়। অনেক জায়গায় গাছ কাটা হয় নির্বিচারে। সেই গাছ কাটা থেকে মানুষকে বিরত রাখতে ঈশ্বরেই ভরসা রাখলেন দেশের ২ প্রান্তের ২ মানুষ। যাঁরা থাকেন ভিন্ন রাজ্যে ঠিকই, কিন্তু তাঁদের ভাবনায় হুবহু মিল।

একজন বিহারের পশ্চিম চম্পারণ জেলার বছর ৫৫-র প্রেমচাঁদ সাহানি এবং অন্যজন উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার পরাগদূত মিশ্র।


প্রেমচাঁদ জানান, তিনি দেখেন তাঁর গ্রামের আশপাশের মানুষজন জ্বালানির কাঠ জোগাড় করতে বা বাড়ির আসবাব তৈরি করতে আশপাশের গাছ নির্বিচারে কেটে ফেলেন। তাঁর মনে হয় এভাবে চলতে থাকলে শ্বাস নেওয়ার মত পরিস্থিতি এলাকায় থাকবে না।

পেশায় চিত্রকর প্রেমচাঁদ একটি ফন্দি বার করেন। তিনি বিভিন্ন গাছের কাণ্ডের ওপর দেবতাদের ছবি, মুনি ঋষিদের ছবি আঁকতে থাকেন। গাছের গায়ে এই ছবি থাকায় অনেকেই সেখানে কুড়ুল চালাতে পারেননা। যাতে রক্ষা পায় গাছ।


প্রেমচাঁদ স্থির করেছেন তিনি এটা চালিয়ে যাবেন।‌ আগামী ৫ বছরে ১ লক্ষ গাছে ঠাকুর দেবতা ও মুনি ঋষির ছবি আঁকার লক্ষ্যমাত্রা স্থির করেছেন তিনি।

একদম একই রাস্তায় হেঁটে পরাগদূত মিশ্র তাঁর এলাকায় গাছে গাছে এঁকে বেড়ান ঠাকুরের ছবি বা দেবতাদের হাতে থাকা বিভিন্ন জিনিস বা অস্ত্রের ছবি। যা দেখলে আর মানুষ সেই গাছটিকে কাটার কথা মাথায় আনেন না। তাতে বেঁচে যায় হাজার হাজার গাছ।

গাছ বাঁচাতে প্রেমচাঁদ বা পরাগদূতের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। ছোট্ট ভাবনা থেকে তাঁরা প্রতিদিন রক্ষা করছেন হাজার হাজার গাছের প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button