দেশে আরও বাড়ল ওমিক্রন সংক্রমিতের সংখ্যা
ভারতে ওমিক্রন সংক্রমিতের খোঁজ পাওয়ার পর থেকে এবার প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলছে। ফলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
সবরকমভাবে চেষ্টা হয়েছিল ওমিক্রন যাতে ভারতে পা রাখতে না পারে। কিন্তু বিদেশ ফেরতদের হাত ধরে এক এক করে ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলতে শুরু করেছে ভারতে। রবিবারও নতুন করে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। তিনি এসেছিলেন তানজানিয়া থেকে।
দিল্লিতে আসেন তিনি। তাঁর নমুনা পরীক্ষার পর তাঁর দেহে ওমিক্রনের সন্ধান মিলেছে। তাঁকে নিভৃতে রাখা হয়েছে। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
কিন্তু এঁরা ওমিক্রন সংক্রমিত হয়ে ভারতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে যেটা চিন্তার তা হল তাঁদের থেকে আরও কতজনের দেহে এই সংক্রমণ ছড়িয়ে গেছে?
কারণ ওমিক্রন অতিসংক্রামক একটি করোনা প্রকার। ফলে তা খুব দ্রুত অন্যজনের দেহে পৌঁছে যাবে। সেখানেই চিন্তা। তানজানিয়া থেকে আসা ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে খুঁজে তাঁদের পরীক্ষা করার বন্দোবস্ত চলছে।
ভারতে প্রথম ওমিক্রন সংক্রমিতের খোঁজ মেলে কর্ণাটকে। সেখানে ২ জন বিদেশির দেহে ওমিক্রন পাওয়া যায়। তারপর শনিবার গুজরাটে ২ জনের দেহে ওমিক্রনের সন্ধান মেলে। তাঁরাও বিদেশ থেকেই এসেছিলেন। ওই একইদিনে আরও ১ ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে মহারাষ্ট্রে।
এরপর রবিবার দিল্লিতে পাওয়া গেল আরও এক ওমিক্রন আক্রান্তের খোঁজ। সব মিলিয়ে ভারতে এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫, তবে তা অচিরেই বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
ভারতে আগামী কয়েক সপ্তাহে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞেরা। তাই করোনার এই ভয়ংকর প্রকার যাতে বেশি ছড়াতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের যাবতীয় করোনাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা