চিন্তা বাড়িয়ে ভারতে ২১ জনে পৌঁছে গেল ওমিক্রন সংক্রমণ
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমিত। রবিবারই সাকুল্যে ১৭ জন ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলেছে। যা অবশ্যই দেশের জন্য নতুন চিন্তার জন্ম দিচ্ছে।
করোনার নয়া স্ট্রেন ওমিক্রন হুহু করে ছড়াচ্ছে বিশ্বে। প্রতিদিনই নতুন নতুন দেশে ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলছে। ভারতে প্রথম ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলেছিল গত বৃহস্পতিবার। আর রবিবার সেই সংখ্যাটা পৌঁছে গেল ২১-এ। যার মধ্যে ১৭ জনের খোঁজ মিলল শুধু রবিবারই।
এরমধ্যে ৭ জন মহারাষ্ট্রে, ৯ জন জয়পুরে এবং ১ জন দিল্লিতে। এঁদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। অধিকাংশ জনই বিদেশ থেকে এ দেশে এসেছিলেন সম্প্রতি। ফলে ভারতে যে ওমিক্রন থাবা দেখা যাচ্ছে তা বিদেশ থেকে আসা মানুষজনের হাত ধরেই এ দেশে প্রবেশ করেছে।
মহারাষ্ট্রে এদিন যে ৭ জনের খোঁজ মিলেছে তাঁদের পুনেতে পাওয়া গেছে। এঁদের মধ্যে ৩ জন নাইজেরিয়ার লাগোস এবং ১ জন ফিনল্যান্ড থেকে ভারতে এসেছিলেন। এঁদের সংস্পর্শে আসা ৩ জনেরও ওমিক্রন পজিটিভ পাওয়া গেছে।
এদিকে জয়পুরে যে ৯ জনকে ওমিক্রনে আক্রান্ত অবস্থায় পাওয়া গেছে তাঁরা একই পরিবারের সদস্য। এঁরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন বলে জানা গেছে।
প্রসঙ্গত বিশ্বের মধ্যে দক্ষিণ আফ্রিকাতেই এখন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ওমিক্রন আক্রান্ত। এছাড়া দিল্লিতে যে ১ জনের খোঁজ পাওয়া গেছে তিনি তানজানিয়া থেকে ভারতে এসেছিলেন।
ভারতে যেভাবে দিনে দিনে লাফিয়ে লাফিয়ে ওমিক্রন সংক্রমিত বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পুরু হচ্ছে। চিন্তা আরও রয়েছে যে এঁরা নভেম্বরেই দেশে ফিরেছেন। ফলে তাঁরা ইতিমধ্যেই অনেকের সংস্পর্শে এসেছেন। ফলে ওমিক্রন যে কতজনের মধ্যে ছড়িয়েছে তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা