আদালত চত্বরে ৪০ ফুট গাছে চড়ে বসে রইল তরুণী, নামাতে গেলে কামড়েও দিল
আদালত চত্বরে ভিড় লেগেই থাকে। সেখানেই ছড়িয়ে থাকা ভিড় এক জায়গায় জড়ো হয়ে গেল সকালে। এক তরুণীর কাণ্ডে হৈহৈ পড়ে গেল আশপাশে।
আদালত চত্বরে মানুষ নানা কাজে এসে থাকেন। কিন্তু সেসব কাজকর্ম কার্যত লাটে উঠল এক নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ায়। আদালত চত্বরে একটি ৪০ ফুট উঁচু গাছ রয়েছে। প্রাচীন সেই গাছের প্রায় মগডালের কাছে গাছের ডালপালার ফাঁক থেকে এক তরুণীকে পা দোলাতে দেখে আঁতকে ওঠেন সকলে।
দিব্যি গাছে উঠে বসেছিল সে। মায়ের সঙ্গেই বাড়ি থেকে এখানে পৌঁছয় সে। তারপর সকলের অলক্ষ্যে চড়ে যায় গাছে। গাছে চড়ে সে আর নামতে চায়না।
নিচে তখন ভিড়ে ভিড়। পুলিশে খবর যায়। পুলিশও দ্রুত সেখানে হাজির হয়। অনেক করে বোঝানো হয় ওই ১৯ বছরের তরুণীকে নিচে নেমে আসার জন্য। কিন্তু সে নাছোড়। গাছ থেকে সে নামবে না। ওখানেই বসে থাকবে।
নিচ থেকে সকলে তাকে নিচে আসতে বলছেন, আর তরুণীও সাফ না করে দিচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকে ১ ঘণ্টারও ওপর। অবশেষে পুলিশের অনুমতি নিয়ে স্থানীয় ২ যুবক স্থির করেন তাঁরা গাছে চড়বেন। তারপর তরুণীকে বুঝিয়ে নিচে নামিয়ে আনবেন।
সেইমত তাঁরা গাছে চড়ে যান। তারপর তরুণীর কাছ পর্যন্ত পৌঁছে তাঁকে নিচে আসতে বলেন। তাতে তরুণী রেগে গিয়ে তাঁদের একজনকে কামড়ে দেয়। তাতেও হাল ছাড়েননি ২ যুবক। অবশেষে তাঁদের চেষ্টায় ওই তরুণীকে ২ ঘণ্টা পর নিচে নামিয়ে আনা হয়।
পুলিশ জানিয়েছে ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসাও চলছে। তাকে মাঝে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের নগর থানা এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা