প্রধানমন্ত্রীর ডাকে ১৫ ডিসেম্বর নদীর সঙ্গে মিশে যাবেন মানুষ
আগামী ১৫ ডিসেম্বর এক অনন্য দিন যাপন করতে চলেছেন দেশের মানুষ। ওইদিন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নদীর সঙ্গে মিশে যাবেন বহু দেশবাসী।
সেই গত সেপ্টেম্বরের প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর কথা। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন বছরে অন্তত একটা দিন নদীর সঙ্গে মিশে সময় কাটান তাঁরা।
এরপর আসে নভেম্বরের ১ থেক ৩ তারিখ। ওই ৩ দিন ধরে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে পালিত হয় গঙ্গা উৎসব। ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষিত হয়েছে গঙ্গা। ৪ নভেম্বর সেই ঘোষণা হয়। তাই প্রতি বছর ৪ নভেম্বর গঙ্গা উৎসব পালিত হয়।
এবার হয়েছে ১ থেকে ৩ তারিখে। ওই গঙ্গা উৎসবের সঙ্গেই দেশজুড়ে পালিত হওয়ার কথা নদী উৎসব। কিন্তু এবার প্রশাসনিক কারণে তা ওই সময় সম্ভব হয়নি। তাই তা পালিত হতে চলেছে আগামী ১৫ ডিসেম্বর।
দেশের অধিকাংশ শহরের পাশ দিয়ে বয়ে গেছে নদী। কিন্তু শহরের ব্যস্ত জীবনে শহরের মানুষই খবর রাখেন না তাঁর শহর ছুঁয়ে যাওয়া নদীটার।
প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন প্রতি বছর অন্তত একটা দিন যেন নদীর ধারে বসবাসকারী মানুষজন নদীর ধারে পৌঁছে নদী উৎসব পালন করেন। এতে নদীর সঙ্গে বছরে অন্তত একটা দিন মেশার সুযোগ হবে তাঁদের।
সেই উৎসবই পালিত হতে চলেছে আগামী ১৫ ডিসেম্বর। দেশের সব নদীর ধারেই ধুমধাম করে পালিত হবে এই নদী উৎসব। যে উৎসবের আয়োজন অনেক রাজ্যেই শুরু হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা