যাঁরা ট্রেক করতে ভালবাসেন তাঁদের জন্য এল দারুণ সুখবর
ট্রেক করতে পছন্দ করেন? তাহলে দারুণ সুখবর রয়েছে। এমনকি যদি কাউকে চেনেন যিনি ট্রেক করতে পছন্দ করেন তাঁকেও পৌঁছে দেওয়া যায় এই সুখবরখানা।
তরুণ প্রজন্ম তো বটেই, এমনকি অনেকে বন্ধুরা মিলে বা অফিস থেকে বা পরিবারের সমমনস্ক মানুষদের সঙ্গে ট্রেক করতে বেরিয়ে পড়েন। ট্রেক করার জন্য বিভিন্ন রুটও রয়েছে। সে রুটে বেশ কয়েকদিনের ট্রেকও করেন অনেকে।
সঙ্গে রাখেন তাঁবু সহ ট্রেক করার অন্যান্য সরঞ্জাম। এও এক অনন্য অভিজ্ঞতা। ফলে ট্রেক যাঁরা করেন তাঁরা একটা ট্রেক থেকে ফিরেই অনেক সময় বসে পড়েন পরবর্তী ট্রেকের পরিকল্পনা করতে।
জম্মু কাশ্মীর এখন একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। ভূস্বর্গ এমনিতেই পর্যটকদের অন্যতম ভালবাসার জায়গা। সেখানেই আরও ৭৫টি নতুন ট্রেকিং রুট তৈরি করছে সরকার। এতে ট্রেকিং প্রেমীদের দারুণ সুবিধা হবে।
এমনিতেই অফুরান প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে পাহাড় ও উপত্যকা জুড়ে। হিমালয়ের বুক চিরে নতুন নতুন ট্রেকিং রুট এই মনোরম প্রকৃতিকে আরও কাছ থেকে দেখতে সাহায্য করবে। এক দারুণ অভিজ্ঞতা যেমন হবে তেমন নয়া ট্রেকিং রুটেরও সন্ধান পাবেন ট্রেকপ্রেমীরা।
জঙ্গল, পাহাড়ের বুক চিরে চেনা অচেনা পথে এই ট্রেকে বার হওয়ার হাতছানি আরও পর্যটককে এখানে টেনে আনবে বলেই মনে করছে সরকার।
কেন্দ্রশাসিত অঞ্চলের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্টস মোহিত গেরা দাবি করেছেন, এটা যেমন পর্যটকদের টেনে আনবে তেমনই স্থানীয় বহু যুবক যুবতী কাজের সুযোগ পাবেন। এতে রোজগার বাড়বে। ইতিমধ্যেই এই নয়া ৭৫টি ট্রেকিং রুটের বিস্তারিত তথ্য দিয়ে একটি বুকলেট প্রকাশিত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা