National

মারাদোনার চুরি যাওয়া বহুমূল্য ঘড়ি পাওয়া গেল ভারতে

ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার একটি চুরি যাওয়া ঘড়ি অবশেষে তাঁর মৃত্যুর পর পাওয়া গেল ভারতের একটি রাজ্যে। ভারতে তা কীভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ।

ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার পছন্দের ঘড়ি ছিল এটি। ঘড়িটিতে তাঁর সইও ছিল। সেই ঘড়ি চুরি গিয়েছিল দুবাই থেকে। মারাদোনার ঘড়ি বলে কথা! তাও আবার বহুমূল্য সীমিত সংগ্রহের হুব্লো ঘড়ি।

বিশ্বের অন্যতম দামি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা এই হুব্লো। যাদের ঘড়ির দাম শুনলে অনেকে মাথা ঘুরে যেতে পারে। মারাদোনার যে ঘড়িটি উদ্ধার হয়েছে সেটির দাম ২০ লক্ষ টাকা।


ঘড়িটি পাওয়া যায় অসমের এক বাসিন্দার কাছে। যে দুবাই থেকে ফিরেছিল। তাকে শিবসাগর থেকে গ্রেফতার করে পুলিশ। ঘড়ি তার কাছে পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। ওয়াজিদ হুসেন নামে ওই ব্যক্তি দুবাই থেকেই ওই ঘড়িটি অসমে নিয়ে আসে।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার কথা নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন। ট্যুইট করে পুরো বিষয়টি জানান তিনি। ট্যুইট করে খবরটি নিশ্চিত করেছেন অসমের ডিজিপি।


অসম পুলিশ অবশ্য দুবাই পুলিশের কাছ থেকে একটা খবর পেয়েই তারপর তদন্ত শুরু করে। অবশেষে তারা ওই ব্যক্তিকে গ্রেফতার করে ওই বহুমূল্য ঘড়ি উদ্ধার করতে সমর্থ হয়।

২০১০ সালে বিশ্বকাপ ফুটবল চলাকালীন মারাদোনাকে হুব্লো ঘড়ি পরতে দেখা গিয়েছিল। মারাদোনাকে সামনে রেখেই সংস্থা একটি বিশেষ ঘড়ি বাজারে আনে। যা ছিল সীমিত সংগ্রহের। তেমনই একটি ঘড়ি মারাদোনার কাছ থেকে চুরি যায়।

এদিকে তাঁর ঘড়ি উদ্ধার হলেও তা মারাদোনার জানা হল না। গত বছর নভেম্বরে অকালে মৃত্যু হয় এই ফুটবল কিংবদন্তির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button