National

মহৎ লক্ষ্যে সাইকেলে ৩৩ দিনে ৬ হাজার কিলোমিটার ছুটবেন কলকাতার ছেলে

এও এক অনন্য প্রচেষ্টা। মাত্র ৩৩ দিনে ৬ হাজার কিলোমিটার ছুটে চলা নেহাত কম কথা নয়। তবে এক বিশেষ লক্ষ্যকে সামনে রেখেই এই ছুট শুরু হল।

২টি চাকায় ভরসা করে ছুটে চলা। কম কথা নয়! টানা ৩৩ দিনে মোটামুটি দেশের একটা বড় অংশকে ছুঁয়ে আসা। সেই তালিকায় কলকাতাও রয়েছে।

৪টি সাইকেলে ছুটবেন মোট ৪ জন। যাঁদের মধ্যে রয়েছেন কলকাতার ছেলে প্রমোদ কুমার। তিনি দলের প্রধানও। তাঁর নেতৃত্বেই এই ৪টি সাইকেল ছুটবে একসঙ্গে এক লক্ষ্যে।


প্রমোদ কুমার ছাড়াও দলে রয়েছেন প্রয়াগরাজের মণীশ, রাঁচির অজিত, ঔরঙ্গাবাদের রাকেশ কুমার। এঁরা ৪ জন আগ্রা থেকে যাত্রা শুরু করেছেন শনিবার। প্রতিদিন তাঁরা ২৫০ থেকে ৩০০ কিলোমিটার ছুটে চলবেন সাইকেল নিয়ে। যা অবশ্যই মুখের কথা নয়!

আগ্রা থেকে তাঁরা পৌঁছবেন দিল্লি, তারপর এক এক করে জয়পুর, আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা হয়ে তাঁরা ফের ফেরত যাবেন আগ্রাতে। তাজের শহরে শুরু করে তাজের শহরেই শেষ করবেন তাঁদের এই ৩৩ দিনে ৬ হাজার কিলোমিটার সাইকেল আরোহণ।


কেন এমন উদ্যোগ? নিছক ঘুরতে কিন্তু তাঁরা বার হননি। বার হননি কোনও রেকর্ড গড়তেও। তাঁদের লক্ষ্য এই সাইকেল ভ্রমণের মধ্যে দিয়ে তাঁরা দেশের বিশেষভাবে সক্ষম মানুষদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া।

তাঁরা বার্তা দিতে চান এই মানুষজন যাতে আগামী দিনে প্যারাঅলিম্পিকসে ভারতের হয়ে অংশ নিতে পারেন তার জন্য নিজেদের তৈরি করেন।

তাঁদের উৎসাহ যোগাতেই এই উদ্যোগ নিলেন দেশের অন্যতম সেরা এই ৪ সাইক্লিস্ট। যাঁদের ঝুলিতে ইতিমধ্যেই যথেষ্ট রেকর্ড রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button