নেশার ঘোরে ভুলেই গেলেন গাড়ি কোথায় রেখেছেন, পুলিশে মনগড়া অভিযোগ
নেশার ঘোরে এটাই ভুলে গেলেন যে গাড়ি কোথায় পার্ক করেছিলেন! অবশেষে গাড়ি না পেয়ে পুলিশে গিয়ে নেশার কথা না বলে অন্য অভিযোগ দায়ের।
গাড়িটা পার্ক করে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে এতই মদ্যপান করেন তিনি যে কার্যত মদ্যপ হয়ে পড়েন। নেশার ঘোরে এটাই ভুলে যান যে গাড়ি কোথায় পার্ক করেছিলেন।
বাইরে বেরিয়ে কিছুতেই মনে পড়েনি যে গাড়িটি তিনি কোথায় রেখেছিলেন। কিছুটা এদিক ওদিক করে তারপর হাল ছেড়ে দেন তিনি।
একটি অটো ধরে বাড়ি ফেরেন। পরে পুলিশে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। জানান তাঁর গাড়ি চুরি গেছে। তারপর একটি মনগড়া কাহিনি পুলিশকে জানান।
আশিস নামে ওই ব্যক্তি পুলিশকে জানান নয়ডার সেক্টর ৭১ থেকে তাঁর গাড়ি নিয়ে পালায় ২ জন। ২ জন মোটরবাইকে আসে। তারপর তাঁকে ভয় দেখিয়ে তাঁর আই২০ গাড়িটি নিয়ে সেখান থেকে চম্পট দেয়।
মদ্যপানের নেশার কথাটা একেবারেই পুলিশের কাছে চেপে যান আশিস। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে। তদন্তে নেমে যেখান থেকে গাড়িটি চুরি গেছে বলে তারা জানতে পারে সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে। তদন্তকারীরা নিশ্চিত হয়ে যান যে এমন কোনও ঘটনা ঘটেনি।
পুলিশ এরপর খোঁজ নিয়ে জানতে পারে অন্যত্র একটি সাইকেল রাখার জায়গায় গাড়িটি পার্ক করা রয়েছে। আশিসকে ডেকে পাঠান তদন্তকারীরা।
পুলিশ সব বলতে আশিস স্বীকার করে নেন যে তিনি ভুল করে ওই অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। এরপর প্রয়োজনীয় নিয়ম পালন করে আশিসকে তাঁর গাড়ি ফেরত দিয়ে দেয় পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা