National

বিষে মৃত ২ হাতি, শেষ হয়ে গেল ৩টি জীবন

বিষে মৃত্যু হল ২ হাতির। কিন্তু তাদের বিষ দিল কে? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে সামনে আসছে। যা নিয়ে তদন্তও শুরু হয়েছে।

গত রবিবার রাতের দিকে ২টি হাতির দেহ উদ্ধার হয়। যার একটি হস্তিশাবক এবং অন্য দেহটি একটি পূর্ণবয়স্ক মাদি হাতির। অসমের কার্বি আংলং জেলার বর্ভেতা গাঁও থেকে এই ২টি হাতির দেহ উদ্ধার হয়। তারপরই তা ময়নাতদন্তে পাঠানো হয়। যার প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে।

রিপোর্টে দেখা গেছে হাতি ২টির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। আরও যেটি বেদনাদায়ক হয়েছে সকলের জন্য তা হল মাদি হাতিটি ছিল সন্তানসম্ভবা।


গর্ভবতী ওই হাতির মৃত্যু আসলে ৩টি জীবন শেষ করে দিল। একটি পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে গেল মাতৃগর্ভে।

এমন মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসেছে অসমের বন দফতর। তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কেউ ইচ্ছা করেই হাতি ২টিকে বিষ দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে তাদের বিষ দিয়ে যদি হত্যা করাও হয় তাহলে তার পিছনে কী কারণ রয়েছে।


এদিকে এই ২টি হাতির মৃত্যু অসমে হাতি মৃত্যুর তালিকাকে আরও দীর্ঘ করল। চলতি বছরে এখনও পর্যন্ত ৭০টি হাতির মৃত্যু হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থেকে শুরু করে ট্রেনে কাটা পড়ে, নানা কারণে হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। হাতি বনাম মানুষের একটা সংঘর্ষ অসমে লেগেই থাকে। চলতি বছরে হাতির হানায় ১০০ জন মানুষেরও মৃত্যু হয়েছে উত্তরপূর্ব ভারতের জঙ্গলঘেরা রাজ্য অসমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button