এল বড় সাফল্য, নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল দেশের টিকাকরণ
দেশে করোনা প্রতিষেধক টিকাকরণ জোরকদমে চলছে। সেই টিকাকরণ এক নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল মঙ্গলবার। যা অবশ্যই গোটা বিশ্বের জন্যও এক দারুণ উদাহরণ তৈরি করল।
ভারতে করোনা প্রতিষেধক টিকাকরণ শুরু হয়েছে চলতি বছরের শুরু থেকে। আর এখন বছর প্রায় শেষে এসে পড়েছে। গত ১১ মাস ধরে টিকাকরণ চলছে জোরকদমে। যা এখনও সমান গতিতে চলে চলেছে।
এই করোনা প্রতিষেধক টিকাকরণে মঙ্গলবার এক নয়া রেকর্ড গড়ল ভারত। ভারত আগেই ১০০ কোটি টিকা প্রদানের সাফল্য ঝুলিতে পুরেছিল।
মঙ্গলবার টিকা গ্রহণে সক্ষম দেশবাসীর ৫৫ শতাংশকে করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ দেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। এখনও পর্যন্ত দেশে ১৩৪ কোটি টিকা প্রদান করা হয়েছে। যার মধ্যে ২টি টিকা পাওয়া এবং ১টি টিকা পাওয়া মানুষ রয়েছেন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এদিন এই সাফল্যের পর জানিয়েছেন ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলল।
মাণ্ডব্য আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর দস্তক প্রকল্প বা ঘরে ঘরে গিয়ে টিকাকরণ কর্মসূচি দেশের সার্বিক টিকাকরণে আরও গতি আনবে।
ভারতে টিকাকরণের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এখন দেশের বাকি টিকা গ্রহণে সক্ষম মানুষকেও টিকা দেওয়ার লক্ষ্যে ছুটছে প্রশাসন।
এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের দল অনেক জায়গায় গ্রামে গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে সকলের টিকাকরণ হয়েছে কিনা জানতে চাইছেন।
প্রয়োজনে সেখানেই টিকাকরণও হচ্ছে টিকা না নেওয়া মানুষজনের। একটি খতিয়ান বলছে এখন ভারতের ৯৫ শতাংশ মানুষই করোনা প্রতিষেধক টিকা নিতে ইচ্ছুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা