স্বস্তি বাড়িয়ে দেশে ৫৭১ দিন পর সবচেয়ে কম করোনা সংক্রমণ
ওমিক্রন সংক্রমণ দেশে যখন চিন্তা বাড়াচ্ছে তখন সার্বিকভাবে দেশে করোনা সংক্রমণ কমছে। এদিন ৫৭১ দিন পর সবচেয়ে নিচে নামল সংক্রমণ।
সারা দেশে প্রতিদিনই একটু একটু করে ওমিক্রন সংক্রমিত বেড়ে চলেছে। দেশে এখন ওমিক্রন সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯-এ। দিল্লি ও রাজস্থানে গত একদিনে নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে। সার্বিকভাবে করোনা সংক্রমিতের সংখ্যা কিন্তু কমছে।
গত একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৪ জনে। যা গত ৫৭১ দিনে সর্বনিম্ন। অবশ্যই এটা দেশবাসীর জন্য সুসংবাদ।
মোট সংক্রমিতের একটা বড় অংশ কেবল কেরালাতেই। কেরালায় গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৩৪ জন। পশ্চিমবঙ্গে গত একদিনে সংক্রমিত হয়েছেন ৪১৮ জন।
দেশে করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ৫৭১ দিনে সর্বনিম্ন হওয়ার পাশাপাশি গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ২৫২ জনের। যারমধ্যে কেবল কেরালাতেই প্রাণ গেছে ২০৩ জনের। এর বাইরে গোটা দেশ মিলিয়ে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৪৯ জনের।
যারমধ্যে আবার পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়া তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া দেশের আর এমন কোনও রাজ্য নেই যেখানে দুই অঙ্কে রয়েছে করোনায় মৃতের সংখ্যা।
দেশে এদিন অ্যাকটিভ করোনা রোগীর মোট সংখ্যা ৯০ হাজারের নিচে নেমেছে। ৮৮ হাজার ৯৯৩ জনে দাঁড়িয়েছে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
দেশে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৯৯৫ জন। দেশে করোনা সংক্রমণ কমাটা যখন মানুষকে অনেকটা নিশ্চিন্ত করছে তখন ওমিক্রন সংক্রমণ বেড়ে চলা মানুষের সেই স্বস্তি কিছুটা হলেও কেড়ে নিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা