National

১২০ দিন ধরে জলের ট্যাঙ্কের ওপর বসে আছেন এক মহিলা

দাবি পূরণ করাতে টানা ১২০ দিন ধরে একটি জলের ট্যাঙ্কের ওপর চেপে বসে আছেন এক মহিলা। এটাই তাঁর প্রতিবাদ। যা ইতিমধ্যেই নজর কেড়েছে।

কোনও রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে নয়, দাবি পূরণকে পাখির চোখ করে ১২০ দিন ধরে একটি জলের ট্যাঙ্কের ওপর রাতদিন এক করে বসে আছেন এক মহিলা। নাম শিখা পাল।

৩৬ বছরের শিখা পাল যে জলের ট্যাঙ্কের ওপর বসে আছেন তা শিক্ষা দফতরের সামনে। তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন তিনি এখনও চাকরি পেলেননা সেটাই তাঁর জিজ্ঞাসা।


এই দাবি পূরণ না হলে যে তিনি ট্যাঙ্ক থেকে নামছেন না তাও জানিয়ে দিয়েছেন শিখা পাল। তিনি ঠায় জলের ট্যাঙ্কের ওপর বসে আছেন এটা এখন নজর কাড়ছে সকলের। কিন্তু ওই জলের ট্যাঙ্কের নিচেও অনেকে একই দাবিতে অবস্থান করছেন। তাঁরাই শিখাকে সব সাহায্য পাঠাচ্ছেন।

একটি দড়িতে বাঁধা আছে একটি থলি। তাতে শিখার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দিচ্ছেন তাঁরা। খাবার থেকে অন্য প্রয়োজনীয় জিনিস সবই ওই থলিতে করে উঠে যাচ্ছে ওপরে।


এভাবেই শিখা পালের দিন কাটছে। কিন্তু এখন তো ঠান্ডা ক্রমে বাড়ছে। এই ঠান্ডায় একটা বিশাল উঁচু জলের ট্যাঙ্কের ওপর ঠায় এভাবে বসে থাকা অবশ্যই মুখের কথা নয়। তাও আবার লখনউয়ের ঠান্ডায়।

লখনউয়ের নিশাতগঞ্জ এলাকার একটি জলের ট্যাঙ্কের মাথা এখন শিখা পালের অস্থায়ী ঠিকানা। শিখা পাল জানিয়েছেন, তিনি যতই ঠান্ডা পড়ুক ওই জলের ট্যাঙ্কেই দিনরাত বসে কাটাবেন।

শিখা সারাদিনে নিচে যে একেবারেই নামছেন না তা নয়। কেবল বাথরুমে যাওয়ার জন্য তিনি উপর থেকে নেমে আসছেন। তারপরই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন ট্যাঙ্কের ওপর। ফের শুরু হচ্ছে ঠায় বসে থাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button