সরকারি প্রকল্পের সুবিধা নিতে বোনকে বিয়ে করল দাদা
ভাই বোনের বিয়ে হয়ে গেল সকলের সামনে। নিছক সরকারি প্রকল্পের সুবিধা আদায় করতে এই কাণ্ড ঘটাল ভাইবোন। যদিও বিয়ে করেও লক্ষ্যপূরণ হল না।
ভাই বোনের বিয়ে আইনসঙ্গত নয়। কিন্তু সেই ভাই বোনই বিয়ে করল। তাও আবার সকলের সামনে। একটি গণবিবাহের আসর বসেছিল। সেখানে ৫২টি বিয়ে হয়। ৫২ জোড়া বর কনে সাতপাকে বাঁধা পড়েন। সেই ৫২ জোড়ার মধ্যে একটি জোড়া ছিল এই ভাইবোন।
একটি সংস্থার তরফে এই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেখানে বিয়ে সম্পূর্ণ হয় ২ জনের। একদম রীতি মেনেই বিয়ে হয়। কিন্তু ভাই বোনে মিলে কেন এমন কাণ্ড ঘটালেন? এর পিছনে রয়েছে সরকারি প্রকল্পের সুবিধা আদায়ের চেষ্টা।
উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এই ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনা স্কিম নামে একটি প্রকল্প রয়েছে। গণবিবাহের ক্ষেত্রে এই প্রকল্পে নবদম্পতিকে সরকারের তরফ থেকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়াও দেওয়া হয় সংসার শুরু করার ও সাজানোর বেশকিছু প্রয়োজনীয় জিনিসপত্র। তার পরেও সরকারের তরফ থেকে এই প্রকল্পে ২০ হাজার টাকা কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। দেওয়া হয় ১০ হাজার টাকা উপহার স্বরূপও।
সব মিলিয়ে অর্থপ্রাপ্তি নেহাত কম নয়। এই প্রকল্পের সুবিধা পেতেই এই ভাইবোন গণবিবাহের আসরে হাজির হয়ে বিয়ে করে। বিষয়টি ধরে ফেলেন তাদের গ্রামের লোকজন।
বিয়ের পর তারা ফিরতেই বিষয়টি জানাজানি হয়ে যায়। তারপরই প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়। এই ঘটনায় যাঁরাই যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়ে দিয়েছেন টুন্ডলা এলাকার বিডিও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা