চিন্তা বাড়িয়ে ওমিক্রন সংক্রমণে সেঞ্চুরি করল ভারত
ভারতে এক এক করে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। শুক্রবার তা ১০০ পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেকথা জানিয়েছে। সেইসঙ্গে ওমিক্রন নিয়ে বিশেষ সতর্কতাও জারি করেছে তারা।

ভারতে ওমিক্রন সংক্রমণ বেড়েই চলেছে। এদিনও দিল্লিতে ১০ জন নতুন ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলেছে। এদিকে শুক্রবার দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০১ জন।
স্বাস্থ্যমন্ত্রক এদিন সকলকে সতর্ক করে জানিয়েছে যা পরিস্থিতি তাতে ওমিক্রন কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছেই। প্রাথমিকভাবে মানুষকে মুখে অবশ্যই মাস্ক রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রক। সেইসঙ্গে প্রয়োজন ছাড়া দূরে যাত্রা থেকেও বিরত থাকতে বলেছে তারা।
স্বাস্থ্যমন্ত্রক এদিন ব্রিটেনের উদাহরণ টেনে জানিয়ে দিয়েছে ওমিক্রন যদি দেশে করোনার তৃতীয় ঢেউ ডেকে আনে তাহলে দেশে প্রত্যেকদিন ১৪ মানুষ ওমিক্রনে সংক্রমিত হতে পারেন।
প্রসঙ্গত ব্রিটেনে এখন ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ১১ হাজার পার করে গেছে। নতুন করে সেখানে একগুচ্ছ করোনা বিধিনিষেধ জারি হয়েছে।
আরও একটি বিষয় ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। তা হল ভারতে ওমিক্রন সংক্রমণ ক্রমশ শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। করোনার তৃতীয় ঢেউতে শিশুরাও রেহাই পাবেনা বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞেরা। তাহলে কী এবার ওমিক্রনের হাত ধরে শিশুদের মধ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পথে এগোচ্ছে দেশ?
সে প্রশ্নের অবশ্য এখনই কোনও বিশেষজ্ঞ উত্তর মেলেনি। তবে চিন্তা থেকেই যাচ্ছে। ফলে এবার দেশে বড়দিনের খুশিতে ওমিক্রন কতটা ছায়া ফেলতে পারে সেটা নির্ভর করছে তার কয়েকদিনের মধ্যে বাড়বাড়ন্তের ওপর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা