সদ্যবিবাহিতাদের শোওয়ার ঘরে ঢুকে পড়ছে পুলিশ
একবার নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে। সদ্যবিবাহিতার শোওয়ার ঘরে ঢুকে পড়েছে পুলিশ। তছনছ করেছে ঘর। হাঁটকে দেখেছে ব্যক্তিগত জিনিসপত্রও।
আগেই যখন এমন ঘটনা ঘটে তখন প্রতিবাদ হয়েছিল। কিন্তু তাতে যে পুলিশের কিছু যায় আসেনি তা ফের একবার পরিস্কার হয়ে গেল।
৫ দিন হল বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসা এক সদ্যবিবাহিতা তরুণীর শোওয়ার ঘরে আচমকা ঢুকে পড়ল পুলিশ। তাও আবার কোনও মহিলা পুলিশ ছাড়াই।
কেবল পুরুষ পুলিশের দল শোওয়ার ঘর তছনছ করে দেয়। মহিলার ব্যক্তিগত জিনিসপত্রেও হাত দেয় পুলিশ। কোনও কিছু তল্লাশি করতে বাকি রাখেনি।
এমন কেন করছে তা জানতে চাওয়া হলে পুলিশ জানায় ঘরে কোনও মদের বোতল রয়েছে কিনা তাই খুঁজে দেখছে তারা। এ কথা শুনে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান পূজা কুমারী নামে ওই সদ্যবিবাহিতার শাশুড়ি শীলা দেবী। কিন্তু তার পরেও পুলিশ তল্লাশি থামায়নি।
ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীর হাথসরগঞ্জ অঞ্চলে। এই ঘটনায় ফের একপ্রস্ত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ।
বিহারকে মদমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কয়েকদিন আগেই নীতীশ কুমার একটি জনসভা থেকে জানান মহিলাদের দাবি মেনেই তিনি বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করেন। তাই মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মহিলাদের কর্তব্য।
পাটনায় কিছুদিন আগেই এমনভাবে এক সদ্যবিবাহিতার শোওয়ার ঘরে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। যা নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে।
কিন্তু ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পুলিশের ধারনা সদ্যবিবাহিতাদের ঘরে তল্লাশি হবে না ভেবে সেখানে মদের বোতল লুকোনো হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা