কানাঘুষো চলছিলই। অবশেষে এদিন জল্পনাটা আনুষ্ঠানিক রূপ পেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির দলিত তাস রামনাথ কোবিন্দের বিরুদ্ধে সেই দলিত তাসকেই বেছে নিল বিরোধীরা। রামনাথের বিরুদ্ধে প্রার্থী হলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমার। পার্লামেন্ট হাউস লাইব্রেরিতে এদিন কংগ্রেস সহ ১৭টি বিরোধী দল বৈঠকে বসে। সেখানেই বাবু জগজীবন রামের কন্যাকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী মীরা কুমারের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেন। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস, বিএসপি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি, এনসিপি, ডিএমকে, সিপিএম, আরএসপি, জেএমএম সহ অন্যান্য দল অংশগ্রহণ করে। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিকে প্রথমে রামনাথ কোবিন্দকে সমর্থনের কথা জানালেও এদিন বিএসপি নেত্রী মায়াবতী ট্যুইটে জানান তাঁর দল মীরা কুমারকেই সমর্থন করবে।