তাঁর ২ পোয়াতি বেড়ালের ধুমধাম করে সাধ দিলেন ধনী ব্যবসায়ী
সংক্রমণ বাড়ছে হুহু করে। চিন্তাও বাড়ছে। কিন্তু এজন্য তো আর বেড়ালের সন্তান প্রসব আটকে থাকবেনা। তাই তাদের সাধও হল সময়মতই।
একটা সময় ছিল যখন সমাজের ধনী, বিত্তবান মানুষরা বেড়ালেরও ধুমধাম করে বিয়ে দিতেন। সে বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করতেন তাঁরা। মানুষের বিয়ের চেয়ে কম আয়োজন কিছু হত না সেখানে। বর্তমানেও কিন্তু এমন দৃশ্য হারিয়ে যায়নি। আছে বহাল তবিয়তে।
এক ধনী ব্যবসায়ী তাঁর ২ পোষা বেড়ালের ধুমধাম করে সাধ দিলেন। তাঁর ২ পোষা বেড়াল কৃষ্ণা ও আইরিশ। কৃষ্ণা ৫০ দিনের সন্তানসম্ভবা। আইরিশ ৩৫ দিনের পোয়াতি।
মানুষ শিশুর ক্ষেত্রেও জন্মের আগে হবু মাকে নিয়ে এ ভারতের বিভিন্ন প্রান্তে সাধের প্রচলন আছে। সেই সামাজিক রীতির কথা মাথায় রেখে ওই ব্যবসায়ী উমা মহেশ্বরণ তাঁর ২ বেড়ালকে নিয়ে পৌঁছে যান একটি পেট ক্লিনিকে।
কোয়েম্বাটুরের ওই ব্যবসায়ীর ২টি বেড়ালই পার্সিয়ান প্রজাতির। শহরের আরএস পুরম এলাকার ওই পেট ক্লিনিকে এক পশু চিকিৎসক এই সাধের অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি। তাঁর উপস্থিতিতেই ধুমধাম করে হয় বেড়ালদের সাধ।
বেড়ালদের পছন্দের ভালমন্দ খাবার খাওয়ানো হয় আইরিশ ও কৃষ্ণাকে। ওই ব্যবসায়ী জানিয়েছেন, প্রতিদিনই তাঁর ২ বেড়ালকে ভাল খাবার খাওয়ানো হচ্ছে। তাদের নিয়ম করে টুনা মাছ, মুরগির মাংস, দুধ এবং শুকনো ফল খাওয়ানো হচ্ছে।
সন্তান প্রসবের আগে এদিন হল তাদের সাধ। সে অনুষ্ঠানেও বিপুল অর্থ ব্যয় করলেন উমা মহেশ্বরণ। এক কথায় তাক লাগিয়ে দিলেন ২ বেড়ালের সাধ দিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা