মায়ের চিকিৎসার জন্য মানুষের থেকে টাকা সংগ্রহ করছেন ডাক্তার
মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তাই এবার সাধারণ মানুষের দরজায় কড়া নাড়লেন এক ডাক্তার। এভাবে প্রয়োজনের এক চতুর্থাংশ টাকা যোগাড়ও করেছেন তিনি।
২০১৯ সালে প্রথম ধরা পড়ে বিষয়টি। চিকিৎসক অঞ্জলি গুপ্তা জানতে পারেন তাঁর মা ক্যানসার আক্রান্ত। স্তন ক্যানসারে ভুগছেন তিনি। শুরু হয় চিকিৎসা।
চিকিৎসকেরা দয়া গুপ্তা নামে ওই ৬০ বছর বয়সী মহিলাকে কেমোথেরাপি দিতে শুরু করেন। এক ধরনের কেমোয় কাজ না হওয়ায় অন্য কেমো ব্যবহার করা হয় এবং এমন করে ৪ ধরনের কেমো প্রয়োগ করার পরও দেখা যায় ক্যানসার ছড়িয়ে পড়া রোধ করা যাচ্ছেনা।
চিকিৎসকেরা সবদিক পরীক্ষা করে বুঝতে পারেন দয়া গুপ্তাকে জীবনদায়ী ইমিউন মেডিকেটেড কেমোথেরাপি প্রয়োগ করতে হবে। যা করতে ১ কোটি টাকা খরচ পড়বে। ১ কোটি টাকা খরচ শুনে মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে আগ্রার এসএন মেডিক্যাল কলেজের জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক অঞ্জলি গুপ্তার।
প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে অঞ্জলি স্থির করেন তিনি সাধারণ মানুষের দরবারে হাজির হবেন মাকে বাঁচাতে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানাতে শুরু করেন।
গত ২৯ দিনে ২৩ লক্ষ টাকার কিছু বেশি টাকা জোগাড়ও করেছেন তিনি। অঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও মায়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন ট্রোডেলভি নামে ওই ওষুধই শেষ আশা। যদি তা কাজ করে তাহলে প্রাণে বেঁচে যাবেন দয়া গুপ্তা। তাই ওই চিকিৎসা দ্রুত শুরু হওয়া দরকার। কিন্তু তা করতে দরকার ১ কোটি টাকা। যার জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না দয়া গুপ্তার চিকিৎসক মেয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা