বেড়ালের কীর্তিতে মার খেয়ে হাসপাতালে বাড়ির ৮ জন
বেড়াল তো যা করার করে দিল। তার জেরে হল হাতাহাতি। এগিয়ে এলেন পাড়া প্রতিবেশিরা। তারপর যা হল তাকে ধুন্ধুমার বললেও কম বলা হয়।
পাড়ার একটি পরিবার বেড়াল পোষে। তাদেরই একটি বেড়াল পাশের বাড়ির একটি মেয়েকে আঁচড়ে দেয়। যা দেখে তার বাবা গিয়ে বেড়ালের মালিকের কাছে অভিযোগ জানান। কিন্তু গত রবিবার ফের বেড়ালটি গিয়ে ওই মেয়েটির মাকে আঁচড়ে দিয়ে পালিয়ে আসে।
মা ও মেয়ে এভাবে প্রতিবেশির বেড়ালের আঁচড় খেয়ে ক্ষোভে হাজির হন প্রতিবেশি রফিকের বাড়িকে। তাঁর বেড়াল এভাবে আঁচড়ে দেওয়ার অভিযোগ জানাতে গেলে ২ মহিলার ওপর হামলা চালায় রফিকের ৩ ছেলে।
রফিকের ছেলের কাছে মার খেয়ে মা সায়ামা ও মেয়ে আয়েশা পুরো ঘটনার কথা প্রতিবেশিদের জানান। প্রতিবেশিরা এভাবে ২ মহিলার ওপর অত্যাচার মেনে নিতে পারেননি। তাঁরা চড়াও হন রফিকের বাড়িতে।
তারপর রফিকের পরিবারের সকলকে ধরে শুরু হয় মার। পাল্টা রফিকের ছেলেরাও মারের বদলে মার ফেরাতে থাকে। সব মিলিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়।
রক্তাক্ত অবস্থায় মোট ৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরমধ্যে রফিকের পরিবারেরই মোট ৭ জন রয়েছেন। এদের মধ্যে রয়েছে রফিকের ৩ ছেলে সাজিদ, আবিদ এবং আজাদ। এছাড়া ওই পরিবারের ২ বউও হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের শালিমার গার্ডেন এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এই ঘটনায় দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাদের চিহ্নিত করতে পারলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা