খাবারের দাম চেয়েছিলেন দোকান মালিক। এটাই তাঁর একমাত্র অপরাধ! আর সেই অপরাধের শাস্তি হিসাবে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দিল একদল দুর্বৃত্ত গ্রাহক! হিন্দি ছবির দৃশ্য বলে মনে হচ্ছে কী? মনে হলেও খুব ভুল নয়। সুপারহিট সিনেমা ‘বাস্তব’ থেকে শুরু করে এমন একছার বলিউড সিনেমায় ভিলেন বাহিনীর এহেন বেপরোয়া দাপট দেখে অভ্যস্ত ভারতীয় দর্শক। কিন্ত সোমবার গভীর রাতে দিল্লির লাজপত নগরে যে সেই রূপোলী পর্দার দাদাগিরি এমন নির্মম বাস্তব চেহারা নিয়ে সামনে আসবে তা বোধহয় বিল মেটানোর কথা বলার আগে কল্পনাও করতে পারেন নি এলাকার বিখ্যাত সিন্ধি ধাবার মালিক প্রৌঢ় বাসুদেও। সূত্রের খবর, সোমবার গভীর রাতে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগান একটি গাড়িতে সিন্ধি ধাবায় খেতে আসে তিন যুবক। খাবার খাওয়ার পর হাত ধুয়ে সোজা গাড়ির দিকে এগোয় তারা। মালিক বাসুবেও-র নজরে পড়তে তাদের বিল মেটানোর জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু সেকথায় কান না দিয়ে তারা গাড়ির কাছে চলে গেলে বাসুদেও নিজেই ছুটে দিয়ে তাদের পাকড়াও করে খাবারের টাকা মেটাতে বলেন। শুরু হয় বচসা। এই সময় এক যুবক পকেট থেকে বন্দুক বার করে বাসুদেওকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। চারটি গুলি তাঁর গায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে লুটিয়ে পড়েন বাসুদেও। এরপরই গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। আশঙ্কাজনক অবস্থায় বাসুদেওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। পুলিশ ওই যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Read Next
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 22, 2024
মরসুমে প্রথমবার বরফের চাদরে ঢাকল বাংলার সর্বোচ্চ বিন্দু, হাড় কাঁপছে উপত্যকারও
November 21, 2024
নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
Related Articles
Leave a Reply