রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন রামনাথ কোবিন্দ। এনডিএ-র প্রার্থী হিসাবে এই দলিত নেতাকেই প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। পার্লামেন্ট হাউসে এদিন মনোনয়ন পেশের সময়ে তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী সহ আরও অনেকে। আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২০ জুলাই ভোট গণনা। ২৪ জুলাই রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখোপাধ্যায়ের কার্যকাল শেষ হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দের বিপক্ষে বিরোধীদের প্রার্থী মীরা কুমার।