বেলুন বিক্রি করে বেকায়দায় বিক্রেতা, মামলা দায়ের করল পুলিশ
বেলুন বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়লেন এক বিক্রেতা। ঘটনা সামনে আসার পরই পুলিশ ওই দোকানে হানা দেয়। একটি মামলাও রুজু করেছে পুলিশ।
বাড়িতে কারও জন্মদিন থাকলে বেলুনের প্যাকেট কিনে নিয়ে যান অনেকে। তারপর সেই প্যাকেটের বেলুন ফুলিয়ে ঘর সাজান। যা ছোটদের মন ভাল করে দেয়।
এমনই বার্থ ডে বেলুনের প্যাকেটের বেলুনকে কেন্দ্র করে একটি স্থানীয় সংবাদপত্র একটি খবর করে। আর তাতেই বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যায়।
দোকানে হাজির হয় পুলিশ। এখন এমন বেলুন বিক্রি করে বেকায়দায় পড়েছেন বিক্রেতা। তিনি যা দাবি করছেন তা খতিয়ে দেখছে পুলিশ।
আজির নামে ওই বিক্রেতার দোকানে কয়েকটি বেলুনের প্যাকেটে এমন কিছু বেলুন রয়েছে যা ফোলালে বেলুনের গায়ে লেখা শব্দ ফুটে উঠছে।
সেখানে সাধারণ হ্যাপি বার্থ ডে কথাটা লেখা থাকার কথা, কিন্তু সেখানে ফুটে উঠছে অন্য একটি লেখা। যা কার্যত যাবতীয় বিতর্কের জন্ম দিয়েছে।
বেলুনের গায়ে দেখা যাচ্ছে লেখা আছে লাভ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানকে ভালোবাসো। এমন লেখা দেওয়া বেলুন ভারতের বাজারে কি করছে সেখানেই উঠছে প্রশ্ন।
কেরালার কোঝিকোড়ের একটি হাইপার মার্কেটের ওই দোকান মালিক অবশ্য জানাচ্ছেন তিনি বেলুনের প্যাকেট বিক্রি করেন। যা তিনি মুম্বইয়ের এক সরবরাহকারীর কাছে থেকে সংগ্রহ করে থাকেন।
বেলুনগুলি চিনে তৈরি। সেখানে থেকে মুম্বই আসে। তারপর তা আসে কোঝিকোড়ে তাঁর দোকানে। বেলুনের গায়ে কি লেখা থাকে তা তাঁর জানা নেই বলেই দাবি করেছেন ওই বিক্রেতা। পুলিশ ওই বিক্রেতা সত্যি বলছেন কিনা তা খতিয়ে দেখছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা