গ্রাহকদের জন্য থুতু দিয়ে রুটি মেখে গ্রেফতার দোকানের রাঁধুনি
কদিন আগেই থুতু দিয়ে চুল কাটার অভিযোগে সমালোচনার ঝড় বয়ে যায় বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবকে নিয়ে। এবার থুতু দিয়ে রুটি মেখে গ্রেফতার একটি দোকানের রাঁধুনি।
বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব চুল কাটা নিয়ে প্রশিক্ষণ শিবিরে বসা মডেলের মাথায় থুতু ছিটিয়ে বিতর্কে জড়ান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের থুতু কাণ্ডের ঘটনা সামনে এল।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এ নিয়ে হৈচৈ শুরু হয়। যে ভিডিওতে দেখা গেছে একটি রাস্তার ধারের ধাবায় এক রাঁধুনি রুটির আটা মাখার সময় তাতে থুতু ছিটিয়ে দিচ্ছে।
আটা মাখতে গেলে জলের দরকার পড়ে। সেই জলের প্রয়োজন মেটাতে থুতু ব্যবহার করা হচ্ছে। যা সেই ধাবার অন্য কয়েকজন কর্মী দাঁড়িয়ে দেখছেন। এই আটা দিয়ে তৈরি রুটি দিয়েই ধাবায় আগত গ্রাহকদের রুটির অর্ডার মেটানো হয়।
ঘটনাটি ঘটেছে লখনউ শহর থেকে কিছুটা দূরে কাকোরি নামক স্থানে। যেখানে রাস্তার ধারে একটি ধাবায় এই কাণ্ড ঘটেছে। ২২ সেকেন্ডের ওই ভিডিও নজরে এসেছে পুলিশেরও।
পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ওই ধাবায় হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই রাঁধুনিকে। রাঁধুনির পাশাপাশি ওই ধাবার মালিক ইয়াকুব এবং ওই ধাবার আরও ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মহামারি আইনের আওতায় তাদের গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত এটাই প্রথমবার নয়, গত বছর ফেব্রুয়ারি মাসেও নৌসাদ নামে এক ব্যক্তিকে মেরঠে গ্রেফতার করা হয়। তাকেও রুটি তৈরির সময় তাতে থুতু ছিটিয়ে দিতে দেখা গিয়েছিল।
নৌসাদের আবার দাবি ছিল গত ১৫ বছর ধরে সে রুটি বানাচ্ছে। আর শুরু থেকেই রুটি তৈরির সময় সে তাতে থুতু ছিটিয়েই তা তৈরি করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা