ছত্রপতি শিবাজি মহারাজ কৃষি সম্মান যোজনা। মহারাষ্ট্রে কৃষি ঋণ মকুব প্রকল্পের এই নামই দিল দেবেন্দ্র ফড়নবিশ সরকার। এদিন সরকারের তরফে রাজ্যে কৃষি ঋণ মকুবের কথা ঘোষণা করা হয়। দেড় লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব করেছে সরকার। রাজ্যের ৮৯ লক্ষ কৃষক এর জেরে উপকৃত হবেন। মহারাষ্ট্র সরকারের খরচ পড়বে ৩৪ হাজার কোটি টাকা। কারণ এই পরিমাণ ঋণই মকুব করেছে সরকার। তার ভার এখন সরকারকেই বহন করতে হবে। কৃষিঋণ মকুবের দাবি তুলে মহারাষ্ট্রেই প্রথম আন্দোলনের পথে পা বাড়ান কৃষকরা। সেই কৃষক বিক্ষোভ ছড়িয়ে পড়তে পড়তেই পাশের রাজ্য মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভ শুরু হয়। সেখানেও দাবি ছিল ঋণ মকুব। সেখানে মান্দসৌরে গুলিও চলে। মৃত্যু হয় ৬ কৃষকের। এসবের পর মধ্যপ্রদেশে ও কর্ণাটকে কৃষি ঋণ মকুবের সিদ্ধান্ত নেয় সে রাজ্যের সরকার। এবার সেই রাস্তায় হাঁটল মহারাষ্ট্র সরকারও।