National

গুলমার্গে রোপওয়ের কেবল কার ভেঙে মৃত ৭

জম্মু কাশ্মীরের গুলমার্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৭৫০ ফুট উপরে ছবির মত সুন্দর এই জায়গায় প্রতিবছরই পর্যটকের আনাগোনা। আর গুলমার্গ বললেই অপরূপা প্রকৃতির সঙ্গে যে জিনিসটার নাম চলে আসে তা হল গন্ডোলা। সোজা কথায় রোপওয়ে। কেবল কারে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ভেসে পড়ার আনন্দই আলাদা। এদিন সেই কেবল কারের ওপরই ভেঙে পড়ল একটা আস্ত গাছ। ছিঁড়ে গেল তার। আছড়ে পড়ল পর্যটক বোঝাই কেবল কার। আর তাতেই মৃত্যু হল ৭ জনের। এঁরা সকলেই দিল্লির বাসিন্দা। এক পরিবারের বাবা-মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। অন্যরাও দিল্লিতে তাঁদের কাছাকাছি থাকেন।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর কেবল কার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া সত্ত্বেও কেন পরিষেবা চালু ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button