সোমবার থেকে প্রথম শ্রেণি থেকেই এক রাজ্যে খুলে যাচ্ছে স্কুল
কোনও ভেঙে ক্লাস নয়, একদম প্রথম শ্রেণি থেকেই স্কুল খুলে দেওয়ার পথে হাঁটল দেশের একটি রাজ্য। যা কার্যত পথিকৃৎ হতে চলেছে বলেই মনে করছেন সকলে।
করোনার দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর অনেক রাজ্যে স্কুল খুলেছিল ঠিকই, তবে তা হচ্ছিল ভেঙে ভেঙে। কোথাও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত, তো কোথাও অষ্টম শ্রেণিও স্কুলে গিয়ে ক্লাস করছিল।
কিন্তু ওমিক্রন দাপট শুরুর পর দেশজুড়ে তৃতীয় ঢেউয়ের ধাক্কায় সব স্কুল ফের বন্ধ হয়ে যায়। এখন তো দৈনিক সংক্রমণ দেশজুড়ে প্রতিদিনই বেড়ে চলেছে।
এই পরিস্থিতিতে স্কুল খোলা অবাস্তব মনে হলে কিন্তু ভুল করছেন। কারণ মহারাষ্ট্র সরকার সোমবার থেকে খুলে দিচ্ছে সব স্কুল।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ কথা ঘোষণা করে দিয়েছেন। মহারাষ্ট্রে যে সব জায়গায় সংক্রমণের হার কম সেখানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকেই সব ক্লাস চালু হয়ে যাবে সোমবার থেকে। ছাত্রছাত্রীরা সেই আগের মত স্কুলে গিয়েই ক্লাস করবে।
তবে করোনা বিধি কঠোর ভাবে মেনে চলতে হবে। সেইসঙ্গে স্কুল খুলে গেলেও অভিভাবকরা যদি না চান তাহলে তাঁরা সন্তানদের স্কুলে নাও পাঠাতে পারেন। স্কুলে ছাত্রছাত্রী এলে তার অভিভাবকের কাছ থেকে সম্মতি পত্র নিয়ে আসতে হবে।
এভাবে রাজ্যের প্রায় সব স্কুল খুলে দেওয়ার নির্দেশ দিয়ে কিন্তু দেশের বাকি রাজ্যকে নতুন দিশা দিল মহারাষ্ট্র। এখন পশ্চিমবঙ্গও এই পথে হাঁটে কিনা সেদিকে তাকিয়ে এ রাজ্যের ছাত্রছাত্রী থেকে অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা