National

মদ খাবেন না শপথ নিয়েও মদ্যপ হয়ে গাড়ি চালিয়ে পানের দোকান উড়িয়ে দিলেন অফিসার

ব্যক্তিগতভাবে নয়। সরকারি নিয়ম মেনে শপথ নিয়েছিলেন সারা জীবনে মদ খাবেন না। সেই সরকারি আধিকারিকই মদ্যপ অবস্থায় ভয়ংকর কাণ্ড ঘটালেন।

বলিউড সিনেমায় অনেক সময় গাড়ি নিয়ে চোরের পালানো আর হিরোর পিছু ধাওয়া দেখানো হয়। সেখানে এমনও দেখানো হয় পালাতে গিয়ে গাড়ি উড়িয়ে দিচ্ছে পথের ধারের দোকান, আনাজ বা ফলের গাড়ি।

সিনেমার পর্দা থেকে বেরিয়ে হুবহু সেই ঘটনা ঘটে গেল বাস্তবে। শুক্রবার রাতে একটি গাড়ি উন্মত্তের মত গতি নিয়ে এসে উড়িয়ে দেয় রাস্তার ধারের পানের দোকান। দোকানদার প্রাণে বেঁচে গেলেও আহত হন।


তাঁর দোকান তছনছ হয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ ওই গাড়িটিকে পাকড়াও করে। তারপর উত্তমমধ্যম দেয় চালককে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে আটক করার পর সামনে আসে আর এক ভয়ংকর তথ্য।

বিহারের আরওয়াল জেলার জয় বিঘা গ্রামে ঘটনাটি ঘটে। বিহার মদমুক্ত রাজ্য হওয়ার পর সেখানকার সরকারি আধিকারিকদের শপথ নিতে হয় যে তিনি কখনও মদ্যপান করবেন না। এই একই শপথ নিতে হয় ভোটে জিতে আসা জন প্রতিনিধিদেরও।


ওই ব্যক্তিকে আটক করার পর পুলিশ জানতে পারে তাঁর নাম পিন্টু সিং। তিনি রাজ্যের কৃষি দফতরের এক আধিকারিক। সরকারি আধিকারিক মানে তিনি মদ না খাওয়ার শপথও গ্রহণ করেছেন।

কিন্তু সেই ব্যক্তিকেই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পানের দোকান ভাঙার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পিন্টু সিং মদ্যপ অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে ধানবাদ থেকে আরা ফিরছিলেন। তখনই এই কাণ্ড ঘটান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button