মুক্তি দিল চিনা সেনা, সীমানা পেরিয়ে ঘরের ছেলে ঘরে ফিরল ৯ দিন পর
৯ দিন পর চিনা সেনা ছেড়ে দিল অরুণাচলের কিশোরকে। যাকে চিনা সেনা অপহরণ করেছিল বলে দাবি করেছিল কিশোরের বন্ধু। চিনা সেনা অবশ্য অন্য দাবি করে।
৯ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার শেষ হল বৃহস্পতিবার। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল। আর এভাবে চিনা সেনার হাত থেকে ওই কিশোরকে ঘরে ফিরিয়ে আনার জন্য ভারতীয় সেনাকেই ধন্যবাদ জানাচ্ছে কিশোরের পরিবার।
ওই কিশোরকে যে তারা ফিরিয়ে দেবে সেকথা আগেই জানিয়ে দিয়েছিল চিন। তবে এটাও জানিয়েছিল যে যাবতীয় সরকারি কাজের পরই তাকে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের আনজো জেলার ভারত চিন সীমান্ত এলাকা দামাইতে ভারতীয় সেনার হাতে মিরাম তারোন নামে ওই কিশোরকে তুলে দেয় চিনা সেনা। তবে এখনই মিরামকে তার বাবা-মায়ের কাছে ফেরত দেয়নি ভারতীয় সেনা। তাদের সরকারি কাজ শেষ হলে তবে তাকে ফেরত দেওয়া হবে।
৯ দিন আগে এক বন্ধুর সঙ্গে জঙ্গলের দিকে গিয়েছিল অরুণাচলের আপার সিয়াং জেলার জিডো গ্রামের বাসিন্দা মিরাম। ওই বন্ধু পরে গ্রামে ফিরে জানায় চিনা সেনা মিরামকে অপহরণ করেছে। তাকেও করতে চেয়েছিল কিন্তু কোনওক্রমে নিজেকে রক্ষা করতে সমর্থ হয় সে।
বিষয়টি জানার পর তা সোশ্যাল সাইটের মাধ্যমে সামনে আনেন স্থানীয় সাংসদ তাপির গাও। এরপরই দ্রুত চিনা সেনার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা।
পরে চিনা সেনা জানায় তারা এক কিশোরের খোঁজ পেয়েছে জঙ্গলে। সে পথ হারিয়েছিল। ঢুকে পড়েছিল চিনা ভূখণ্ডে। তাকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনার হাতে সরকারি কাজ সেরে কিশোরকে তুলে দেওয়া হবে।
এখনও এটা পরিস্কার নয় যে চিনা সেনা মিরামকে অপহরণই করেছিল, নাকি চিন যে দাবি করছে সেটা সত্যিই। এর উত্তর বোধহয় মিরামই একমাত্র দিতে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা