জুতোর হিলে লুকোনো ছিল জিপিএস, বিমানবন্দরে ধরা পড়লেন তরুণী
বিমানবন্দরে নড়া নজরদারির হাত থেকে রেহাই সহজে মেলে না। এক তরুণীর জুতোর হিলে লুকোনো জিপিএস ঠিকই বুঝে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। গ্রেফতার হন তরুণী।
জুতোটা যে দামি তা নিয়ে কারও কোনও সন্দেহ ছিলনা। তায় আবার একদম নতুন জুতো। মেয়েদের সেই জুতোয় ছিল হিল। জুতোটা তরুণীর পায়ে পরা ছিলনা। রাখা ছিল তাঁর ব্যাগেজে। নতুন জুতো নিয়ে যাচ্ছিলেন তিনি।
পরীক্ষার সময় কিছু একটা রয়েছে বলে সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের। তাঁরা ওই তরুণীর ব্যাগেজ হাতড়ে দেখেন। সেখানেই নতুন জুতোটি পাওয়া যায়।
সেই জুতোর হিলটি কেউ খুলেছিল। তারপর হিলের মধ্যে সন্তর্পণে জিপিএস ট্র্যাকার দিয়ে দেয়। এবার হিলটি ফের যেমন ছিল তেমনভাবে সেট করে দেওয়া হয়। নতুন জুতোর হিল খুলে জিপিএস ট্র্যাকার লাগানোর কারণ খুঁজছেন তদন্তকারীরা।
ঘটনাটি ঘটেছে পাটনা বিমানবন্দরে। ইন্ডিগো বিমানে ওই তরুণী বেঙ্গালুরু যাচ্ছিলেন। বিমানে ওঠার আগে তাঁর লাগেজ পরীক্ষা করতে গিয়েই তৈরি হয় সমস্যা। তখনই নতুন জুতোর হিলে জিপিএস লুকোনো অবস্থায় পাওয়া যায়। তারপরই ওই তরুণীকে গ্রেফতার করা হয়।
তরুণীর সঙ্গে একটি অন্য যোগ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে পেরেছেন ওই তরুণীর সঙ্গে খুনে অভিযুক্ত এক ফেরার ব্যক্তির যোগ রয়েছে। এই তথ্যের সঙ্গে জিপিএস জুতোয় লাগিয়ে বিমানে ওঠার চেষ্টার কোনও যোগ আছে কিনা তা অবশ্য পুলিশের কাছে পরিস্কার নয়।
পাটনার সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা ওই তরুণী ঠিক কী উদ্দেশ্যে এমনটা করেছেন তার জানার চেষ্টার পাশাপাশি এটাও খতিয়ে দেখা হচ্ছে যে ওই তরুণীর অজান্তেই তাঁর কেনা নতুন জুতোর হিলে কেউ জিপিএস ফিট করেছে কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা