নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণার দাবি তুলল দেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান
দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ঘোষণা করতে হবে। এমনই দাবি তুলল দেশের অন্যতম একটি ধর্মীয় সংগঠন।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী কদিন আগেই সারা দেশজুড়েই পালিত হয়েছে। এবার নেতাজিকে নিয়ে অন্য দাবি তুলল এক ধর্মীয় সংগঠন। তাদের দাবি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। আর সেই রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী হবেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
প্রয়াগরাজে চলছে মাঘ মেলা। সেই মেলাকে সামনে রেখে সেখানে উপস্থিত ধর্ম সংসদের সাধুসন্তরা এমনই দাবি তুললেন। ধর্ম সংসদ একটি সম্মেলনের আয়োজন করেছিল। সেখানেই এই দাবি ওঠে।
ধর্ম সংসদের দাবি, সরকার যদি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে নাও পারে, তাহলেও প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের উচিত দেশকে হিন্দু রাষ্ট্র হিসাবে তুলে ধরা।
তাঁদের লেখাতেও তা প্রকাশ পাওয়া উচিত। সেই চাপের মুখে সরকার দেশকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করতে এক সময় বাধ্য হবে। এমনই পরামর্শ দিয়েছেন ধর্ম সংসদের প্রধানরা।
জগতগুরু স্বামী নরেন্দ্রনন্দ সরস্বতী দাবি করেছেন, এ দেশের কোনও পিতা থাকবে না, থাকবে কেবল দেশের পুত্র। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ঘোষণারও দাবি তুলেছেন তিনি। ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এছাড়া ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কথা পাঠ্যে অন্তর্ভুক্তিরও দাবি উঠেছে ধর্ম সংসদের সম্মেলনে। এমন এক দাবি একটি ধর্মীয় সংগঠনের সম্মেলন থেকে উঠে আসা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা