ইদের দিনেও অশান্তির হাত থেকে রেহাই পেল না কাশ্মীর। শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান, পুলওয়ামা সর্বত্রই সকালে নমাজ পাঠের পর রাস্তায় নেমে আসেন অনেকে। শুরু হয় সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে পাথর বর্ষণ। সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পাথরবর্ষণকারীরা। কাশ্মীরে এ ছবি নতুন কিছু নয়। কিন্তু খুশির ইদের দিনেও সেই অশান্তির আগুন থেকে রেহাই পেলনা উপত্যকা। এদিন সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে অনন্তনাগে। জঙ্গত মান্ডি এলাকা থেকে আচাবল এলাকা পর্যন্ত সব রাস্তায় পাথরবর্ষণকারীদের তাণ্ডব চোখে পড়েছে। সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে তাদের পাথর বর্ষণে পাঁচ পুলিশকর্মী আহত হন। একজনের আঙুল বাদ যায়। পাল্টা পাথরবর্ষণকারীদের রুখতে সুরক্ষা বাহিনী কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। কয়েক জায়গায় গুলিও চালাতে হয়েছে বলে খবর। সুরক্ষা বাহিনীর পাল্টা আঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।