হাতির দুধ খেয়ে বড় হচ্ছে মানবশিশু
ছোটদের গরুর দুধ খাওয়ানোর রেওয়াজ এ দেশে নতুন নয়। কিন্তু এক ছোট্ট মেয়ে হাতির দুধ খেয়ে বড় হচ্ছে এ দেশেই। যা হতবাক করে দিয়েছে সকলকে।
হাতিটির সঙ্গে মেয়েটির সখ্যতার কথা সকলের জানা। হাতির সঙ্গে সে খেলে বেড়ায়। হাতিটিকে সে ভালবেসে ডাকে বানু বলে। বানু তার বন্ধুও বটে আবার পুষ্টির জোগানদারও বটে।
একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে একটি বছর তিনেকের মেয়ে হাতির পেটের কাছে পৌঁছে মাথা উঁচু করে হাতির স্তন থেকে দুগ্ধ পান করছে। যা হতবাক করে দিয়েছে সকলকে।
মেয়েটির হাতির দুধ খাওয়ার ইচ্ছা হলে সে বিনুকে একটু এগিয়ে যেতে বলে। বিনু বুঝতে পারে মেয়েটি কি চাইছে। ছোট্ট মেয়েটির যাতে স্তন্যপানে অসুবিধা না হয় সেভাবেই সে দাঁড়ায়। কার্যত অনুমতি দেয়।
ভারতে গরুর দুধ, ছাগলের দুধ, মোষের দুধের প্রচলন আজকের নয়। শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে এখনও বহু পরিবারে ছোটদের গরু, মোষ বা ছাগলের দুধ খাওয়ানো হয়।
এও দেখা গেছে যে গরুর স্তন থেকে সরাসরি দুগ্ধ পান করেছেন মানুষজন। কিন্তু হাতির দুধের ধারনা বোধহয় কারও ছিলনা।
অসমের গোলাঘাট জেলার হাতির দুধ খাওয়ার ঘটনা সারা দেশে হৈচৈ ফেলে দিয়েছে। মা হাতি ও এক মানবশিশুর মধ্যে যে মা ও সন্তানের যোগও তৈরি হতে পারে তা এই ঘটনা ফের একবার প্রমাণ করল।
এমন এক সুন্দর মুহুর্তকে ক্যামেরাবন্দি করতে ভুল করেনি হর্ষিতা বোরা নামে ওই ছোট্ট মেয়েটির পরিবার। সেই ছবি এখন ভাইরাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা