National

কয়েকটি গরুর মৃত্যুকে কেন্দ্র করে কংগ্রেস বিজেপি লড়াই শুরু

কয়েকটি গরুর মৃত্যু হয়েছিল গোয়ালঘরে। সেই মৃত্যুই এক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। গরু মৃত্যু ঘিরে তুঙ্গে উঠেছে কংগ্রেস বিজেপি তরজা।

ভারতে গোয়ালঘরের অভাব নেই। সেখানে অনেক গরুই একসঙ্গে থাকে। সেখানেই তাদের পরিচর্যাও হয়। সেখানেই খাওয়া, সেখানেই তাদের বিশ্রাম।

গরুদের এমনই এক আশ্রয়স্থলে কয়েকদিন আগেই দেখা যায় কয়েকটি গরুর একসঙ্গে মৃত্যু হয়েছে। একসঙ্গে এভাবে কয়েকটি গরুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। চাঞ্চল্য ছড়ানোর কারণ একটি ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।


যেখানে বেশ কয়েকটি গরুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা ঘটার পরই শুরু হয়ে যায় তরজা। ডিসট্রিক্ট কালেক্টর নিজেই হাজির হন সেই গোয়ালঘরে।

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ভোপাল জেলার বেরাসিয়া নগরে। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। গোয়ালের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কেন একসঙ্গে এতগুলি গরুর মৃত্যু হল তা জানতে তাদের দেহ ময়নাতদন্ত করারও নির্দেশ দেওয়া হয়।


এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বাগযুদ্ধ চরমে উঠেছে। একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে এই ঘটনায়।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর দাবি বিজেপিই এই কাজ করেছে। তাঁর দাবি বিজেপি গরুর চামড়া ও হাড় বিক্রির সঙ্গে জড়িত। সেজন্যই এতগুলি গরুর মৃত্যু হয়েছে।

যে গোয়ালে গরুগুলির মৃত্যু হয়েছে সেই গোয়াল এক বিজেপি নেত্রীর বলেও দাবি করেন তিনি। এমনকি এও অভিযোগ করেন যে ওই গোয়াল ঘর থেকেই গরুর চামড়া ও হাড়ের ব্যবসা চলত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button