ইন্ডিয়া গেটে নিভে গেল নেতাজির হলোগ্রাম মূর্তি, প্রতিবাদে ধর্না
নেতাজির জন্মবার্ষিকীর দিন আজাদ হিন্দ বাহিনীকে স্মরণ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি হলোগ্রাম মূর্তি প্রতিষ্ঠা করা হয় ইন্ডিয়া গেটে। তা এখন নিষ্প্রদীপ।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে দিল্লির ইন্ডিয়া গেটে তাঁর একটি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা গত ২৩ জানুয়ারির কথা।
স্থির হয়েছিল নেতাজির একটি গ্রানাইট মূর্তি ওখানেই প্রতিষ্ঠা করা হবে। তা যতদিন না তৈরি হচ্ছে ততদিন সেখানে ওই হলোগ্রাম মূর্তিটি প্রজ্বলিত থাকবে।
তেমনই দেখা গিয়েছিল তার পরের কদিন। বহু মানুষ তা দেখতে হাজিরও হন। কিন্তু ২৮ জানুয়ারির পর থেকেই দেখা যায় হলোগ্রাম মূর্তি নেই। নিভে গেছে আলো। পুরো অংশ ফাঁকা, অন্ধকার।
এভাবে কেন নিভে গেল হলোগ্রাম মূর্তি? গ্রানাইট মূর্তি প্রতিষ্ঠা পর্যন্ত তো ওটি প্রজ্বলিত থাকার কথা ছিল! এই প্রশ্ন তুলে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদে শামিল হলেন তৃণমূল সাংসদরা।
নেতাজির আলো এভাবে নেভানো যাবেনা, হলোগ্রাম প্রজ্বলিত করতে হবে, এই দাবি করে তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে শামিল হন।
জানা গেছে প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে হলোগ্রাম আলো বন্ধ হয়েছে। তবে কেন্দ্রের তরফে বিষয়টি নিয়ে পরিস্কার করে কিছু জানানো হয়নি। প্রশ্ন উঠছে যে হলোগ্রাম মূর্তির উদ্বোধন হল প্রধানমন্ত্রীর হাতে। সেটি কদিনের মধ্যেই এমন বেহাল অবস্থায় পড়ল কেন?
তৃণমূল এই ঘটনায় নেতাজির অবমাননাই দেখছে। এখন এই হলোগ্রাম ফের জ্বলে ওঠে, নাকি কেন্দ্রের তরফে কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছেন সকলে।