National

সনিয়াকে পাশে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেশ করলেন মীরা কুমার

রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের প্রার্থী হিসাবে এদিন মনোনয়ন পেশ করলেন প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার। জগজীবন কন্যার সঙ্গে এদিন পার্লামেন্ট হাউসে মনোনয়ন জমা দেওয়ার সময় ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন। ছিলেন সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি, এনসিপি নেতা শরদ পাওয়ার সহ ১৬টি বিরোধী দলের প্রতিনিধিরা।

আগেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন রামনাথ কোবিন্দ। এদিন মীরা কুমার মনোনয়ন পেশের পর এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে ২ দলিতের লড়াই হিসাবেই ব্যাখ্যা করছেন অনেকে। যদিও এদিন মীরা কুমার জানান রাষ্ট্রপতি নির্বাচনকে এভাবে দলিত লড়াই বলে ব্যাখ্যা করতে তিনি নারাজ। পাশাপাশি জানিয়ে দেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার তিনি গুজরাটে গান্ধীজির সবরমতি আশ্রম থেকেই শুরু করবেন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button